পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অস্কারের দৌড়ে ছিটকে গেল ভারত! ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জায়গা পেল না মালয়ালম ছবি - AMPAS

Oscar Shortlists In 10 Categories Announced: অস্কারের দৌড়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরির সেরা 15টি ছবির তালিকা থেকে ছিটকে গেল ভারতীয় ছবি ৷ মালয়ালম ছবি '2018: এভরিওয়ান ইজ হিরো' পারল না শর্টলিস্টে জায়গা করে নিতে ৷

Etv Bharat
অস্কারের দৌঁড়ে ছিটকে গেল ভারত

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 2:24 PM IST

Updated : Dec 22, 2023, 4:10 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় ছবি '2018: এভরিওয়ান ইজ হিরো' ৷ শুক্রবার 2024 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে কোন কোন বিভাগে ছবি-সহ তারকারা রয়েছেন প্রতিযোগিতার দৌড়ে সেই তালিকা এসেছে প্রকাশ্যে ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) সেই তালিকা প্রকাশ করে৷ ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত মালয়ালম ছবি '2018: এভরিওয়ান ইজ হিরো' পারল না শর্টলিস্টে জায়গা করে নিতে ৷

টোভিনো থমাস অভিনীত '2018: এভরিওয়ান ইজ হিরো', এই বছরের সেপ্টেম্বরে 96তম অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ৷ 2018 সালে কেরলের বিধ্বংসী বন্যার গল্প তুলে ধরা হয় ছবিতে ৷ নির্মাতাদের মতে, ছবিটি বক্স অফিসে 200 কোটি টাকা আয় করে, যা মালায়লাম সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হিসাবে জায়গা করে নেয় ৷ ছবির পরিচালক দুঃখপ্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি জানান, "88টি দেশের ছবি এই বিভাগে লড়াই করেছিল ৷ কিন্তু দুঃখের বিষয় আমাদের ছবি 15তম স্থানে জায়গা করতে পারল না ৷ যাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, সকলের কাছে ক্ষমাপ্রার্থী ৷"

ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জায়গা পেয়েছে জোনাথন গ্লেজারের ঐতিহাসিক নাটক 'দ্য জোন অফ ইন্টারেস্ট' (ইউকে), ডেনমার্কের 'দ্য প্রমিজড ল্যান্ড', ম্যাডস মিকেলসেন অভিনীত এবং জাপানের 'পারফেক্ট ডেজ' তালিকায় রইল এগিয়ে ৷ সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছে 'আমেরিকাতসি' (আর্মেনিয়া), 'দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান' (ভুটান), 'ফলেন লিভস' (ফিনল্যান্ড), 'দ্য টেস্ট অফ থিংস' (ফ্রান্স), 'দ্য টিচার্স লাউঞ্জ' (জার্মানি), 'গডল্যান্ড' (আইসল্যান্ড), 'আইও ক্যাপিটানো' (ইতালি), 'টোটেম' (মেক্সিকো), 'দ্য মাদার অফ অল লাইস' (মরক্কো), 'সোসাইটি অফ দ্য স্নো' (স্পেন), 'ফোর ডটার্স' (তিউনিসিয়া) এবং '20 ডেজ ইন মারিউপোল' (ইউক্রেন)। 88টি দেশের ছবি এই বিভাগে অংশগ্রহণ করেছিল ৷ তারমধ্যে এই গুলি বেছে নেওযা হয় ৷ আবার এই ছবিগুলির মধ্যে থেকে ভোটিং পদ্ধতির মাধ্যমে শুরু হবে বাছাই পর্ব, যা শেষপর্বে অস্কার দৌড় প্রতিযোগিতায় লড়াই করবে ৷

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আরও ন'টি বিভাগের জন্য শর্টলিস্ট প্রকাশ্যে এনেছে ৷ অরজিনাল সং, অরজিনাল স্কোর, সাউন্ড, ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং এবং ভিজ্যুয়াল এফেক্ট বিভাগে কোন ছবি রয়েছে, কারা রয়েছেন সেই নামও প্রকাশ্যে আনা হয়েছে ৷

আগামী বছর অর্থাৎ 23 জানুয়ারি অস্কার পুরস্কারের দৌড়ে ফাইনালে কোন ছবি এবং কারা পৌঁছালো সেই তালিকা প্রকাশ করা হবে ৷ 10 মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর ৷ উল্লেখ্য, 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে, 'আরআরআর' এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পার' মৌলিক গান এবং সেরা ডকুমেন্টারি শর্ট ছবির তালিকায় পুরস্কার জিতে নেয় ৷

আরও পড়ুন

1. সিনেপর্দায় প্রভাসের প্রত্যাবর্তন, 'সালার' ছবি মুক্তির পরেই দেশজুড়ে উচ্ছ্বাস অনুরাগীদের

2.বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী বলিউডের তারকা মেক-আপ আর্টিস্ট, রইল বিস্তারিত পরিচয়

3.সিলভার স্ক্রিনে পা রাখলেন বিটাউনের 'স্টারকিড'রা, কেমন ছিল সেই জার্নি, ফিরে দেখা 2023

Last Updated : Dec 22, 2023, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details