সুরাত, 19 অক্টোবর: পাঁচদিনের মৃত নবজাতক নবজন্ম দিয়ে গেল এক শিশু এবং দুই কিশোরের ৷ শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী থেকেছে গুজরাতের সুরাত ৷ ব্রেন-ডেথ হয়ে মৃত পাঁচ দিনের সন্তানের কিডনি ও লিভার প্রতিস্থাপন করে জীবন ফিরে পেল তিনজন ৷
হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, 13 অক্টোবর একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় নবজাতকের ৷ পরিবারে পুত্র সন্তান আসায় ভীষণ খুশি ছিলেন সদ্যোজাতর বাবা-মা ৷ কিন্তু সেই আনন্দ ছিল ক্ষণস্থায়ী ৷ জন্মের পর থেকেই সদ্যোজাত নড়াচড়া করছিল না বলে জানিয়েছেন চিকিৎসক ৷ এনজিও জীবনদ্বীপ অর্গ্যান ডোনেশন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি বিপুল তালাভিয়া বলেন, "পরিবার সদ্যোজাতকে দ্রুত সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাকে রাখা হয় ভেন্টিলেশনে ৷ চিকিৎসকদের শত চেষ্টাতেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি ৷ জানিয়ে দেওয়া হয় সদ্যোজাতর ব্রেন-ডেথ হয়ে গিয়েছে ৷"
তালাভিয়া আরও জানান, শিশুর এমন অবস্থা জানার পরেই সিভিক হাসপাতালের চিকিৎসক নীলেশ কাছাড়িয়া ছুটে যান সেই হাসপাতালে যেখানে সদ্যোজাত ভরতি ছিল ৷ চিকিৎসক নবজাতকের বাবা-মা হর্ষ সাংঘানি ও চেতনার সঙ্গে কথা বলেন ৷ চিকিৎসক জানান, নবজাতকের অঙ্গ দান করে আরও তিন শিশুর জীবন বাঁচানোর কথা ৷ তাঁদের মৃত সন্তান আরও তিন শিশুকে নতুন জীবন দিতে পারবে, এই কথা জানতে পেরে অঙ্গদানের বিষয়ে সম্মতি জানান সদ্য সন্তানহারা বাবা-মা ৷ তালাভিয়া জানিয়েছেন, সদ্যজাতর ঠাকুমা রশমীবেন অঙ্গদানের বিষয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন ৷