হায়দরাবাদ, 22 জুলাই: 'প্রেস্টিজ' দিয়ে যাত্রা শুরু করা পরিচালক ক্রিস্টোফার নোলান 'ইন্টারস্টেলার' পেরিয়ে এবার বানালেন 'ওপেনহাইমার' ৷ এই ছবিতে তুলে ধরা পরমাণু বোমার জনক পদার্থ বিজ্ঞানী ওপেনহাইমারের কথা ৷ এই ছবিতেও বুদ্ধিদীপ্ত পরিচালনার ছোঁয়া রেখে গিয়েছেন নোলান ৷ নির্মাতারা এও দাবি করেছেন ছবিতে নাকি কোনও সিজিআই গ্রাফিক্স ব্যবহার করা হয়নি তারপরেও যেভাবে বিষয়টিকে ফুটিয়ে নোলান তা সত্য়িই অনবদ্য ৷ কিন্তু এবার এই ছবিকে ভারতে বিতর্কের মুখে পড়তে হল ৷ ফের উঠেছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের যুক্তি ৷ উঠেছে ছবি বয়কটের ডাকও ৷
কিন্তু কেন? সোশাল মিডিয়ার একাংশের দাবি, ছবিতে নাকি একটি যৌনদৃশ্য়ে অভিনয় করার সময় গীতাপাঠ করতে দেখা গিয়েছে অভিনেতা কিলিয়ান মারফিকে ৷ আর তাই এই দৃশ্য় কীভাবে পাশ করল ভারতীয় সেন্সর বোর্ড, তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ প্রসঙ্গত কিলিয়ান মারফি ছবিতে অভিনয় করেছেন রবার্ট ওপেনহাইমারের চরিত্রে ৷
একজন নেটিজেন লেখেন, "ফ্লোরেন্স পুগের সঙ্গে যৌনদৃশ্য়ে অভিনয়ের সময় কিলিয়ানের গীতাপাঠের কী দরকার ছিল? ওপেনহাইমার সবমিলিয়ে একটি দারুণ ছবি ৷ তবে এই দৃশ্য়টি একেবারে হতাশাজনক ৷" একই মত পোষণ করেছেন আরও করেছেন আরও অনেকেই ৷ কেউ কেউ তো এই ছবি বয়কটের দাবিও তুলেছেন ৷ এই দৃশ্যটি অহেতুক অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া বলেও দাবি অনেকের ৷
আরও পড়ুন:এক দশক পর বড়পর্দায় সায়ন্তনী, 'কলকাতায় স্বাগতম', লিখলেন নুসরত
'ওপেনহাইমার' ইতিমধ্য়েই ভারতে সাড়া ফেলেছে ৷ সমালোচকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে বেশ ভালোই আয় করেছে এই ছবি ৷ বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনেই বক্স অফিসে 13 কোটিরও বেশি আয় করেছে এই ছবি ৷ জাপানের হিরোশিমা-নাগাসাকির পরমাণবিক বিস্ফোরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ওপেনহাইমার এই তিন বিষয় নিয়েই তৈরি এই ছবি ৷ তবে এই ছবির সবচেয়ে বড় দিক হল ছবিতে প্রচুর ঘটনাপ্রসঙ্গকে নোলান টেনে এনেছেন ৷ তাই বুদ্ধিদীপ্ত দর্শকের জন্য় এই ছবি এক দারুণ জার্নি হতে চলেছে বলেই মত অনেকের ৷