মুম্বই, 23 ফেব্রুয়ারি: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলার নিন্দা করেছিলেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Uddhav's mouthpiece Saamna)৷ কোনও রকম রাখঢাক না করে তিনি বলেছিলেন, সেই হামলার অপরাধীরা এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে ৷ তাঁর এই বলিষ্ঠ মন্তব্যের জন্য জাভেদ আখতারের ভূয়সী প্রশংসা করল উদ্ধব ঠাকরের দল ৷ দলের মুখপত্র সামনায় (Saamna Reacts on Javed Remarks at Pakistan) লেখা হয়েছে যে, "শুধুমাত্র একজন প্রকৃত দেশপ্রেমিকই এই কাজ করতে পারেন ৷"
লাহোরে আমন্ত্রিত ছিলেন জাভেদ: জাভেদ আখতার লাহোরে 'ফয়েজ' উত্সবের সময় মঞ্চে দাঁড়িয়ে 26/11 মুম্বই হামলা নিয়ে চাঁছাছোলা ভাষায় মন্তব্য করেছিলেন ৷ সেই নিয়ে সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, একজন মুসলিম লেখক-কবি যা করেছেন সেটা প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর অন্ধ ভক্তরা পাকিস্তানের জন্য করতে পারেননি । প্রবীণ কবি-গীতিকার এবং লেখক জাভেদ আখতারকে কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মরণ দিবসে লাহোরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ।
জাভেদ প্রকৃত দেশপ্রেমিক: প্রকাশনাটি লাহোরে পাকিস্তানকে অভিযুক্ত করার জন্য জাভেদ আখতারের সাহসকে স্বাগত জানিয়েছে এবং মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধু বড় বড় কথা বলে, এই অভিযোগ করে নিন্দায় সরব হয়েছে ৷
তারা লিখেছে, "পাকিস্তানে গিয়ে আখতারের মতো কঠিন কথা বলা সহজ নয় ৷" এখানে দিল্লি ও মুম্বইয়ে বসে পাকিস্তানকে হুমকি দেওয়া সহজ । নির্বাচনের সময় সার্জিক্যাল স্ট্রাইক করে ঘুসকর মারাঙ্গে গর্জন করাটা স্বাভাবিত ৷ তবে শত্রুর মুখের সামনে দাঁড়িয়ে বলা যে, আপনি আমাদের দেশের শত্রু, এ তথা খুব সহজ নয় ৷ একজন প্রকৃত দেশপ্রেমিকই এটা করতে পারেন বলে মত সামনার ।