মুম্বই, 10 এপ্রিল:'ন্যাশনাল সিবলিংস ডে'-র সঙ্গে পুরো জগতের পরিচয়টাই খুব পুরনো নয় ৷ ভাই-বোনের নামে একটি দিন পালন করা হবে, এমন ধারনার জন্ম 1995 সালে, ইউরোপে ৷ আমেরিকা নিবাসী ক্লাউডিয়া এভার্ট তাঁর মৃত বোনের জন্মদিন উপলক্ষ্য়ে 10 এপ্রিল এই 'সিবলিংস ডে' পালন করতে শুরু করেন ৷ বাংলায় বা ভারত জুড়ে অবশ্য় আগে থেকেই রাখী বন্ধনের প্রচলন রয়েছে ৷ তবে এবার এই চিরন্তন অপু-দূর্গাদের দিনে পুরনো ছবি শেয়ার করে ভাইদের ভালোবাসা জানালেন কিয়ারা এবং আথিয়া ৷ দু'জনেই শেয়ার করেছেন তাঁদের বিয়ের কিছু অদেখা ছবি ৷
যেখানে কিয়ারাকে দেখা গিয়েছে মিশালের সঙ্গে আর আহানের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন আথিয়া ৷ ভাইয়ের সঙ্গে এদিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কিয়ারা আদবাণী ৷ তিনি লেখেন,"সিবলিংস ডের শুভেচ্ছা" ৷ কিয়ারাকে ছবিতে দেখা গিয়েছে গোলাপী বিয়ের পোশাকে আর অন্য়দিকে মিশালকে দেখা গিয়েছে সাদা রঙের কুর্তায় ৷ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সিদ্ধার্থ মালহোত্রাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন কিয়ারা ৷