চেন্নাই, 7 নভেম্বর:প্রায় 35 বছর পর আবার মনি রত্নমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কমল হাসান(Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years ) ৷ তামিল ছবির এই নায়ক এর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কান'-এর জন্য় মনিরত্নমের হাত ধরেছিলেন ৷ এবার তাঁদের এই নতুন ছবিটি কতখানি সাফল্য় পায় সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা ৷ ছবির নাম 'KH234' (Kamal Haasan announces film with Mani Ratnam )৷ তবে পরে সেটি বদলেও দেওয়া হতে পারে ।
রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাদ্রাজ টকিজ-এর ব্যানারে কমল হাসান, মনি রত্নম, আর. মহেন্দ্রন এবং শিবা অনন্ত এই ছবিটি প্রযোজনা করবেন। ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে 2024 সালে ৷ সেপ্টেম্বরেই চেন্নাইয়ে মনি রত্নমের ছবি 'পেন্নিয়ন সেলভান-1' মুক্তির অনুষ্ঠানে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন কমলও ৷
বর্ষীয়ান অভিনেতা আজ পালন করছেন তাঁর 68তম জন্মদিন (Kamal Haasan 68th birthday )৷ ফ্যানেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় নায়ককে ৷ আর এবার জন্মদিনের আবহেই ফ্য়ানেদের সুখবর দিলেন অভিনেতা ৷ রবিবার সন্ধ্যায় কমল হাসান তাঁর এই নতুন ছবির প্রসঙ্গে বলেন, " 35 বছর আগে মনি রত্নমের সঙ্গে কাজ শুরু করার সময়ও আমি একইভাবে উত্তেজিত ছিলাম । এই ধরনের মননের সঙ্গে কাজ করতে পারা ভীষণ উত্তেজিত করে ৷ আর এই উত্তেজনার (অন্যতম কারণ হিসাবে) সঙ্গে রয়েছেন এ আর রহমানও ৷"
আরও পড়ুন:সুরকার মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক
সম্প্রতি তাঁর 'বিক্রম' ছবিটি বেশ সাফল্যলাভ করেছে প্রেক্ষাগৃহে ৷ আরও একবার সকলের মন কেড়ে নিয়েছে তাঁর দক্ষ অভিনয় ৷ কমল হাসান তেলেগু, মালয়ালম, হিন্দি, কন্নড় এবং বাংলা ছবিতেও কাজ করেছেন ৷ এই পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবে ৷ 1960 সালে 'কালাতুর কানাম্মা' ছবির হাত ধরে প্রথমবার রূপোলি পর্দায় পা রাখেন তিনি ৷ এখনও চারটি জাতীয় পুরস্কার, 20টি ফিল্ম ফেয়ার পুরস্কার-সহ মোট 116টি পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ বিশেষত দক্ষিণী ছবি তথা ভারতীয় ছবির ক্ষেত্রে তিনি একজন জীবন্ত কিংবদন্তি ৷