কলকাতা, 4 মে: পাহাড় যেন রহস্যের আরেক নাম। বাংলা ছবিতে বারবার পাহাড়ে রহস্য ঘনিয়েছে। এবার আরও একবার সেই পাহাড়ে ঘনাতে চলেছে রহস্য। সঙ্গে খুন! পাহাড়ের কোলে একটা হোম স্টে ৷ তাতে কয়েকজন মানুষ ৷ আর সেখানেই একটা পরিকল্পনা করে খুন করা হল। সন্দেহের তির সাতজনের দিকে ৷ যে চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তী, পার্নো মিত্র, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, সবুজ বর্ধন ও যুধাজিৎ সরকারের দিকে। আর খুন যিনি হয়েছেন তাঁর চরিত্রে অপরাজিতা ঘোষ দাস। এই কাহিনি নিয়ে সদ্য মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের নতুন ওয়েব সিরিজ 'হোম স্টে মার্ডার্স'-এর ট্রেলার। হইচই প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে আগামী 12 মে। সিরিজের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন সোহিনী সরকার, সৌরভ দাস, অর্জুন চক্রবর্তী, সায়ন্তন ঘোষাল, যুধাজিৎ সরকাররা।
কেমন অভিজ্ঞতা হল তাঁদের?
সোহিনী সরকার বললেন, সায়ন্তন ঘোষালের সঙ্গে আমি 'সম্পূর্ণা'র মতো একটা ওয়েব সিরিজে কাজ করেছি। আর তারপরেই এরকম একটা থ্রিলার। খুব ভালো লাগল এরকম একটা কাজ করতে পেরে। একইসঙ্গে হইচই-তে এই কাজটা করে ভীষণ ভালো লেগেছে। আমি আশাবাদী, দর্শক 'হোম স্টে মাডারর্স'-এর গল্পটাও ভালোবাসবেন।" পরিচালক সায়ন্তন ঘোষালের মতে, "এই ধরনের কাজ করা যেমন আনন্দের, তেমনি চ্যালেঞ্জের। এই ধরনের কাজের ক্ষেত্রে মূল উদ্দেশ্যই থাকে দর্শককে টানটান উত্তেজনায় ভরিয়ে রাখা। তাছাড়া পাহাড়ে শ্যুটিং মানেই দারুণ অভিজ্ঞতা। এক্ষেত্রেও অন্যথা হয়নি।
আরও পড়ুন:এবার স্পটলাইট কাড়বেন স্থূলকায় নারীরাও, ফাটাফাটি ট্রেলার লঞ্চে সহমত কলাকুশলীরা
সিরিজে সৌরভের চরিত্রের নাম কিঞ্জল। নিজের চরিত্র নিয়ে সৌরভ জানালেন, কিঞ্জল খুব আকর্ষণীয় একটা চরিত্র হয়ে উঠেছে সিরিজটিতে। ওর মধ্যে একটা রহস্যও আছে। সত্যিই আমি এর আগে এমন কোনও চরিত্রে অভিনয় করিনি। একটা ছুটি কাটাতে গিয়ে খুনের জালে জড়িয়ে পড়া সত্যিই অভিনব। আমার মনে হয় দর্শকের ভালো লাগবে এই সিরিজ। অর্জুনের কথা, এই সিরিজের পুরো জার্নিটা ভীষণ মনে রাখার মতো। শুরু থেকে শেষ টানটান উত্তেজনায় ভরপুর। আমাদের পুরো টিমটাই প্রচুর পরিশ্রম করেছে এই সিরিজের জন্য। এছাড়া আরেকটা কথা তো বলতেই হয় যে হইচই-এর সঙ্গে কাজ করাটা একেবারে ঘরের মানুষের সঙ্গে কাজ করার মতোই।"