কলকাতা, 22 এপ্রিল:পরিচালক শিলাদিত্য মৌলিক ফের বানিয়েছেন ভালোবাসার গল্প 'হৃদপিণ্ড'। 13 মে মুক্তি পাবে এই ছবি (Hridpindo Official Teaser)। মুক্তি পেল ছবির টিজার (Official Teaser of Hridpindo is out)৷
গল্পের নায়িকা আর্যা একজন শিক্ষিতা, পরিশীলিতা, ঝকঝকে নারী । সায়ান্স কলেজের লেকচারার সে । স্বামী সোমককে নিয়ে তার সুখী পরিবার । হঠাতই ঋক নামে এক যুবকের সঙ্গে তার আলাপ হয় । পাল্টাতে শুরু করে আর্যার জীবন । নিমেষে সে পাড়ি দেয় তার টিন এজ-এ । সেই ঋক তার জীবনে ঠিক কী রকম প্রভাব ফেলে সেটাই দেখার ।
অরুণাচল প্রদেশের সীমান্ত গ্রাম দেবাং ভ্যালির মনোরম পরিবেশে ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে । সবুজে ঘেরা সেই উপত্যকায় উপজাতিদের বসবাস । মানুষ কম যান সেখানে । তাই তার সৌন্দর্য আজও অটুট । নদীর সঙ্গম থেকে কমলালেবুর বাগান-সহ গালিচায় মোড়া সবুজ এই উপত্যকাকে লোকেশন হিসেবে বেছে নিয়েছেন পরিচালক ।