পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shamshera Official Poster : 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কী বললেন আলিয়া? - ranbir kapoor upcoming films

সোমবার যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা'র অফিসিয়াল পোস্টার ৷ যেখানে রণবীরের নতুন লুক সামনে আনা হয়েছে নির্মাতাদের তরফে ৷ নেটিজেনদের নজর কাড়ল আলিয়ার কমেন্ট (Ranbir Kapoor Shamshera First Look )৷

Ranbir Kapoor Shamshera First Look
'শামশেরা' রূপী রণবীরকে দেখে কী বললেন আলিয়া?

By

Published : Jun 20, 2022, 3:00 PM IST

মুম্বই, 20 জুন : বলি তারকা রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা' নিয়ে আলোচনা শুরু হয়েছে অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো সামনে আসার পর থেকেই ৷ কারণ এই ছবিতে ফের একবার পর্দায় দেখা যাবে সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুরকে ৷ সোমবার যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবির অফিসিয়াল পোস্টার ৷ যেখানে রণবীরের নতুন লুক সামনে আনা হয়েছে নির্মাতাদের তরফে ৷ ছবিটি শেয়ার করেছেন রণবীর-পত্নী আলিয়া ভাটও (Ranbir Kapoor Shamshera First Look) ৷

শুধু শেয়ার করাই নয়, রণবীরের নতুন লুক নিয়ে তাঁর কমেন্ট মন্তব্য নজর কেড়েছে সিনে অনুরাগীদের ৷ ছবিতে রণবীরকে দেখা যাচ্ছে যোদ্ধার বেশে ৷ যে পরাধীনতার সমস্ত শৃঙ্খল ভাঙতে উদ্যত ৷ ছবিটি শেয়ার করে আলিয়া লেখেন, "অবশেষে একটা ঊষ্ণ প্রভাত...মানে সুপ্রভাত ৷" সঙ্গে নিজের অনুভূতি বোঝাতে দুটি ইমোটিকনও শেয়ার করেছেন অভিনেত্রী ৷

প্রসঙ্গত করণ মালহোত্রা পরিচালিত 'শামশেরা' ছবির গল্পের পটভূমি ঊনিশ শতাব্দীর প্রথম ভাগ ৷ ব্রিটিশরা যাতে তাঁদের স্বাধীনতা ছিনিয়ে নিতে না-পারে সেইজন্যই লড়াই চালিয়ে যায় কিছু তথাকথিত ডাকাত ৷ তাদেরই একজন এই শামশেরা ৷

আরও পড়ুন : এক অন্য ক্রিকেটের গল্প তুলে এনে নজর কাড়ল 'সাবাশ মিঠু'-র ট্রেলার

রণবীর কাপুর ছাড়াও ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং বাণী কাপুরকে ৷ রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2018 সালে 'সঞ্জু' ছবিতে ৷ সেপ্টেম্বরেই অবশ্য় রণবীর আলিয়াকে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে একসঙ্গে দেখতে চলেছেন দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details