মুম্বই, 20 জুন : বলি তারকা রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা' নিয়ে আলোচনা শুরু হয়েছে অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো সামনে আসার পর থেকেই ৷ কারণ এই ছবিতে ফের একবার পর্দায় দেখা যাবে সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুরকে ৷ সোমবার যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবির অফিসিয়াল পোস্টার ৷ যেখানে রণবীরের নতুন লুক সামনে আনা হয়েছে নির্মাতাদের তরফে ৷ ছবিটি শেয়ার করেছেন রণবীর-পত্নী আলিয়া ভাটও (Ranbir Kapoor Shamshera First Look) ৷
শুধু শেয়ার করাই নয়, রণবীরের নতুন লুক নিয়ে তাঁর কমেন্ট মন্তব্য নজর কেড়েছে সিনে অনুরাগীদের ৷ ছবিতে রণবীরকে দেখা যাচ্ছে যোদ্ধার বেশে ৷ যে পরাধীনতার সমস্ত শৃঙ্খল ভাঙতে উদ্যত ৷ ছবিটি শেয়ার করে আলিয়া লেখেন, "অবশেষে একটা ঊষ্ণ প্রভাত...মানে সুপ্রভাত ৷" সঙ্গে নিজের অনুভূতি বোঝাতে দুটি ইমোটিকনও শেয়ার করেছেন অভিনেত্রী ৷