কলকাতা, 24 এপ্রিল: এসভিএফ মিউজিক থেকে হাজির হয়েছে নতুন মিউজিক ভিডিয়ো 'বুঝিনা তো তাই'। এই মিউজিক ভিডিয়োতে পারফর্ম করতে দেখা গিয়েছে বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া এবং অভিনেতা তথা ব্রিটিশ র্যাপ আর্টিস্ট মামজি স্ট্রেঞ্জারকে । ঈদ উপলক্ষ্যে এটাই ছিল অনুরাগীদের জন্য় নুসরতের উপহার ৷ ইতিমধ্যেই ইউটিউবে দুই লক্ষেরও বেশি মানুষের মন জয় করে নিয়েছে এই ভিডিয়ো ৷
'বিবাহ অভিযান'-এর দৌলতে এপার বাংলাতেও নুসরত ফারিয়ার জনপ্রিয়তা ওপারের থেকে কম কিছু নয় । আসছে 'আবার বিবাহ অভিযান' । সৌমিক হালদার পরিচালিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ যখন তুঙ্গে তখন নিজেকে অন্যভাবে মেলে ধরলেন নুসরত । এস ভি এফ-এর নয়া মিউজিক ভিডিয়োতে গান গাইলেন তিনি । সঙ্গে রয়েছেন অভিনেতা তথা ব্রিটিশ র্যাপ আর্টিস্ট মামজি স্ট্রেঞ্জার ।
Nusrat Music video: নেটপাড়ায় ঝড় নুসরতের, কয়েক ঘণ্টায় নয়া মিউজিক ভিডিয়ো দেখলেন দু'লক্ষেরও বেশি অনুরাগী - টপাড়ায় ঝড় নুসরতের
নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অভিনেত্রী নুসরত ফারিয়া ৷ তাঁর এই 'বুঝিনা তো তাই' ভিডিয়োটিতে গলা দিয়েছেন ব্রিটিশ র্যাপ আর্টিস্ট মামজি স্ট্রেঞ্জার ৷ ইউটিউবে এর মধ্যেই 2 লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো ৷
নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির হলেন অভিনেত্রী নুসরত ফারিয়া
নুসরতের গান আর স্ট্রেঞ্জারের র্যাপ মিলেমিশে এক অনবদ্য ফিউশন তৈরি করেছে মিউজিক ভিডিয়োটিতে । পাশাপাশি নাচ আর রোমান্স এতে আলাদা মাত্রা জুড়ে দিয়েছে । আজকের প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এটা বিশেষ পছন্দের । এই মিউজিক ভিডিয়োর ডিওপি সৌমিক হালদার । কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব । থাইল্যান্ডের নানান লোকেশনে শ্যুটিং হয়েছে এই গানের । এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে দর্শক ।