হায়দরাবাদ, 9 অক্টোবর: ইজরায়েলে তাঁর ফিল্ম আকেলির প্রিমিয়ারে বলিউডের গান 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ' গাইছেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ এমনই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নুসরতের সেই গানের তারিফ করেছেন নেট নাগরিকরা ৷ গত শনিবার তেল আভিভে হামাসের নজিরবিহীন আক্রমণের ঠিক আগে হয় সেই ইভেন্ট ৷ এরপরই হামলার জেরে সে দেশে আটকে পড়েছিলেন আকেলি স্টার ৷
উল্লেখ্য, নুসরত ভারুচা আকেলির প্রিমিয়ারের জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন । ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, প্রিমিয়ারে সহ-অভিনেতা সাহি হালেভি ও অন্যান্যদের সঙ্গে বেশ আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন নুসরত ভারুচা ৷ তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ হামাস জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণসংশয়ের আশংকা দেখা দেয় ৷
প্রথমে জানা গিয়েছিল, নুসরতের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না ৷ পরে তাঁর দলের এক সদস্য জানান যে, শেষবার যখন কথা হয়েছে, তখন বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী ৷ এরপর ভারতীয় দূতাবাসের চেষ্টায় তিনি নিরাপদে দেশে ফেরেন ৷ তবে মুম্বই বিমানবন্দরে যখন তাঁর বিমান অবতরণ করে, তখন একেবারে বিধ্বস্ত দেখিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর চোখে-মুখে তখনও আতঙ্কের ছাপ ৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে, কতটা মানসিক উদ্বেগে ছিলেন তিনি ৷ সাংবাদিকদের সঙ্গে একটাও কথা বলতে চাননি নুসরত ৷ তাঁকে ভিড় সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান তাঁর নিরাপত্তা রক্ষীরা ৷