পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nushrratt Stranded In Israel: দূতাবাসের চেষ্টায় যুদ্ধ-দীর্ণ ইজরায়েল থেকে দেশে ফেরানো হচ্ছে নুসরতকে - ইজরায়েলে আটকে নুসরত ভারুচা

Nushrratt Bharuccha in Israel: বলিউড অভিনেতা নুসরত ভারুচা যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছিলেন ৷ দূতাবাসের চেষ্টায় তাঁকে নিরাপদে দেশে ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷

Nushrratt Bharuccha in Israel
নুসরত ভারুচা

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:22 AM IST

Updated : Oct 8, 2023, 11:39 AM IST

মুম্বই, 8 অক্টোবর:অবশেষে যোগাযোগ করা সম্ভব হল বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচার সঙ্গে ৷ ভারতীয় দূতাবাসের সাহায্য নিয়ে তাঁকে নিরাপদে দেশে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন তাঁর দলের সদস্য সঞ্চিতা ত্রিবেদী ৷ তিনি জানান, নিরাপদে আছেন অভিনেত্রী ৷ তিনি এখন দেশের পথে রওনা দিয়েছেন ৷

হামাস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে অগ্নিগর্ভ ইজরায়েলে আটকে পড়েছিলেন নুসরত ভারুচা ৷ তাঁর দলের এক সদস্য শনিবার এ কথা জানান ৷ তিনি জানিয়েছিলেন যে, প্রাথমিকভাবে বেশ কিছুক্ষণ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ নুসরতকে নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি ৷ বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচার দলের একজন সদস্য বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, নুসরত ইজরায়েলে আটকে আছেন । হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি ।

ওই সদস্যের বলেন, "শনিবার বেলা সাড়ে 12টার দিকে যখন আমি শেষবারের মতো তাঁর সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি যে তিনি একটি বেসমেন্টে নিরাপদে আছেন ।" অভিনেত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এর থেকে বেশি কিছু জানানো হয়নি ।

বলিউডের অভিনেত্রীর দল আরও বলে যে, "তারপর থেকে আমরা আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারিনি । আমরা নুসরতকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ আছেন ও নিরাপদে ফিরে আসবেন ।" নুসরতকে দেশে ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:হামাসের বেনজির হামলায় যুদ্ধ চলছে ইজরায়েলে, শত্রুদের হুঁশিয়ারি নেতানইয়াহুর

প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস শনিবার ভোরে বেনজির হামলা চালায় ইজরায়েলে ৷ মুড়ি-মুড়কির মতো রকেট হামলা চালানো হয় ৷ আর এই হামলা চলাকালীন সীমান্ত পেরিয়ে ইজরায়েলে অনুপ্রবেশ করে বহু হামাস জঙ্গি ৷ পালটা প্রত্যাঘাত করেছে তেল আভিভও ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেছেন ৷ এর ফলে হামলা ও পালটা প্রত্যাঘাতে অগ্নিগর্ভ পরিস্থিতি ইজরায়েলে ৷

পূর্ণ মাত্রায় যুদ্ধে এখনও পর্যন্ত কমপক্ষে 200 জনের মৃত্যু হয়েছে ৷ 1,000 জনেরও বেশি আহত হন । ইজরায়েলি সেনাবাহিনীর মতে, হামাস জঙ্গিরা গাজা উপত্যকা থেকে ইজরায়েলে 5,000-এরও বেশি রকেট ছুড়েছে এবং বেশ কয়েকজন ইজরায়েলি সৈন্যকেও সীমান্তের কাছে আটক করা হয়েছে ।

Last Updated : Oct 8, 2023, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details