হায়দরাবাদ, 10 অক্টোবর: বলিউড তারকা নুসরত ভারুচ্চা সোশালে একটি ভিডিয়ো পোস্ট করে ধন্য়বাদ জানিয়েছেন ভারতীয় দূতাবাস, ভারত সরকার এবং ইজরায়েলের দূতাবাসের আধিকারিকদের ৷ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তাঁকে ভারতে ফিরে আসতে সাহায্য করার জন্য সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই মুহূর্তে রণক্ষেত্র ইজরায়েল ৷ সেখানেই সম্প্রতি আটকে পড়েন অভিনেত্রী ৷ তিনি ইজরায়েলে গিয়েছিলেন হাফিয়া ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করতে ৷ তাঁর নতুন ছবির প্রদর্শনের পর সেখানে গান গাইতেও দেখা যায় তাঁকে ৷
কিন্তু শনিবারের পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর পরিবারের ৷ আর শনিবার দুপুরেই ইজরায়েল সরকার যুদ্ধ ঘোষণা করে ৷ যার জেরে সেখানেই আটকে পড়েন নুসরত ৷ এরই মাঝে ইজরায়েলে শুরু হয় হামাসের হামলা ৷ প্যালেস্তাইনের এই সশস্ত্র গোষ্ঠী একাধিক জায়গায় বিমান হামলা শুরু করে ৷ সেই ভয়ংকর পরিস্থিতি থেকে অবশেষে সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন অভিনেত্রী ৷