পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nushrratt Bharuccha: শুটিং চলাকালীন সেটেই চোট পেলেন নুসরত - Chhorri sequel

নতুন ছবি 'ছোরি 2'-এর শুটিং চলাকালীন চোট পেলেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা(Nushrratt Bharuccha injured during Chhorri 2 shoot ) ৷ মুখে আঘাত রয়েছে অভিনেত্রীর ৷

Nushrratt Bharuccha
নতুন ছবি 'ছোরি 2'-এর শুটিং চলাকালীন চোট পেলেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা

By

Published : Jan 10, 2023, 10:28 AM IST

মুম্বই, 10 জানুয়ারি:শুটিং চলাকালীন অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে গিয়ে আঘাত পেলেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা ৷ নুসরতের ছবি 'জন হিত মে জারি' সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে ৷ এই মুহূর্তে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি 'ছোরি 2'-এর অভিনয় নিয়ে ব্যস্ত ৷ 2021 সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম অধ্য়ায় ৷ আর সেই ছবিটি ছিল ব্লক বাস্টার হিট ৷ আর এবার এই ছবিরই সিক্যুয়ালে অভিনয় করতে গিয়ে চোট পেলেন নায়িকা(Nushrratt Bharuccha injured during Chhorri 2 shoot ) ৷

অভিনেত্রীর আহত হওয়ার খবরটি সোশাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানিয়েছেন নুসরতের বান্ধবী তথা অভিনেত্রী ঈশিকা রাজ ৷ ঈশিকা যে ভিডিয়ো এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে দেখা যায় চোট রয়েছে নুসরতের মুখে ৷ আর চিকিৎসকরা সেলাইয়েরও ব্যবস্থা করেছেন ৷ ঠিক এই মুহূর্তেরই একটি ভিডিয়ো শেয়ার করেছেন ঈশিকা (Nushrratt Bharuccha injured)৷

এর আগে গতবছরও এই ছবির শুটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি ৷ গতবছরও একটি স্ন্যাপ পোস্ট করেছিলেন তিনি যেখানে দেখা গিয়েছিল তাঁর হাতের কনুইয়ের কাছে বেশ খানিকটা অংশ কেটে গিয়েছে ৷ তিনি এই ছবি পোস্ট করে লিখেছিলেন, "আবারও কাটা এবং আঘাতের দিন শুরু হয়েছে ৷" তাঁর এই হাল না ছাড়া মানসিকতার প্রশংসা করেছিলেন ছবির পরিচালক বিশাল ফুরিয়াও ৷ তিনি লিখেছিলেন, "এটি বিরাট অ্যাডভেঞ্চারের জন্য় সাহসিকতার কিছু ক্ষত মাত্র ৷ এই কারণেই আমরা তোমাকে ভালোবাসি ৷"

আরও পড়ুন:অনবদ্য অপরাজিত বল্লভপুরের রূপকথা, সিনেমার সমাবর্তনে বিজয়ী কারা ?

2021 সালে আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাওয়া 'ছোরি' ভীষণ প্রশংসা কুড়িয়েছিল সমালোচক মহলে ৷ এরপর এই বছরই ডিসেম্বরে এই ছবির সিক্যুয়াল তৈরির কথা ঘোষণা করেন নির্মাতারা ৷ এই ছবির কাজ ছাড়াও নুসরতের হাতে আরও বেশ কয়েকটি কাজ রয়েছে এখন ৷ 'সেলফি' ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার, ইমরান হাশমি এবং ডায়না পেন্টির সঙ্গে । আবার থ্রিলার 'অকেলি'-তেও দেখা যাবে তাঁকে (Nushrratt Bharuccha upcoming films )৷

ABOUT THE AUTHOR

...view details