পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ইরার কপালে ভালোবাসার চুম্বন নূপুরের, শুভেচ্ছা অনুরাগীদের - Nupur Ira first dance

Ira-Nupur wedding: সামাজিক নিয়ম মেনে সাত পাকে বাঁধা পড়লেন ইরা খান ও নূপুর শিখারে ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি আসতেই শুভেচ্ছা অনুরাগীদের ৷ বিয়ের পর ইরার কপালে মিষ্টি চুম্বন নূপুরের ৷ ভালোবাসার ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

Etv Bharat
সাত পাকে বাঁধা পড়লেন ইরা খান ও নূপুর শিখারে

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:52 AM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি:চারিদিকে আলোর রোশনাই, ফুলের বাহার ৷ ভেসে আসা সানাইয়ের সুরে রূপকথার মতো বিয়ের সাক্ষী থাকল উদয়পুরের তাজ আরাভালি রিসর্ট ৷ রেজিষ্ট্রি বিয়ের পর সামাজিক রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইরা খান ও নূপুর শিখারে ৷ বুধবার খ্রিষ্টানমতে বিয়ে সারেন তাঁরা ৷ বিয়ের সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কাছের বন্ধু ও আত্মীয়রা ৷ স্ত্রী-র কপালে চুম্বনের পাশাপাশি 'তুম হো তো' গানে নাচও করলেন নবদম্পতি ৷

তাঁদের নাচের সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ মিষ্টি সেই ক্লিপিংস দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ বিয়ের সাজে ইরাকে দেখে অনুরাগীরা 'মিষ্টি' বলে অভিহিত করেছেন ৷ অনেকে জানিয়েছেন ইরা-নূপুর 'মেড ফর ইচআদার' ৷ ইরা বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন সাদা রঙের গাউন ৷ মাথায় ফুল দেওয়া ব্যান্ড ও পিছন দিয়ে চুল সুন্দর করে বাঁধা ৷ অন্যদিকে, নূপুর পরেছিলেন ধূসর রঙের ব্লেজার-প্যান্ট, ভিতরে সাদা শার্ট ৷

অন্যএকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইরা হাতে ফুলের বোকে নিয়ে গ্র্যান্ড ইন্ট্রি নিচ্ছেন ৷ তিনি এগিয়ে আসছে নূপুরের দিকে ৷ উপস্থিত পরিজন-বন্ধুরা ইরার পথে দিচ্ছেন ফুল ছড়িয়ে ৷ আর একটি ভিডিয়োতে উঠে এসেছে আমির খান, রীনা দত্ত ও পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন নবদম্পতি ৷ তাঁদের দেখা যায় ইমরান খান ও বান্ধবী লেখা ওয়াশিংটনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে ৷

7 জানুয়ারি থেকেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছিল আমির কন্যার বিয়ের তোড়জোড় ৷ মুম্বইতে রেজিষ্ট্রি ম্যারেজ সেরেই তাঁরা পরিবারের সকলকে নিয়ে উপস্থিত হন উদয়পুরে ৷ পাজামা পার্টি, মেহেন্দি সেরমনির ছবি নিজেই শেয়ার করেছিলেন ইরা ৷ 9 জানুয়ারি ছিল সঙ্গীত সেরেমনি ৷ এরপর বুধবার অর্থাৎ 10 তারিখ বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইরা-নূপুর ৷ এরপর নবদম্পতি মুম্বই ফিরে এসে দেবেন গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷ যেখানে বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকতে চলেছেন ৷ সূত্রের খবর, যার মধ্যে থাকছেন সলমন খান, জুহি চাওলা, অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, করণ জোহর, রাজকুমার হিরানী, আশুতোষ গোয়ারিকর ও করিনা কাপুর খান-সহ আরও অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details