বেঙ্গালুরু, 12 অগস্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্য়াত কন্নড় গায়ক শিবমেগা সুব্বান্না (Shivamogga Subbanna Passes Away)৷ মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর ৷ পরিবারের ঘনিষ্ঠ সূত্রের মতে, স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে শহরের জয়দেব হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই প্রয়াত হন এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী ৷ তাঁর এক পুত্র এবং কন্যা সন্তান রয়েছে ৷
প্রথম কন্নড় গায়ক হিসাবে নেপথ্য গানের জন্য় জাতীয় পুরস্কারেও সম্মানিত হন সুব্বান্না ৷ "কাডু কুদুরে" ছবিতে তাঁর "কাদু কুদুরে ওডি বান্দিত্তা" গানের জন্য তিনি জাতীয় পুরস্কার পান ৷ সুব্বন্না মূলত পরিচিত সুগমা সঙ্গীতা ধারায় তাঁর কাজের জন্য় ৷ এই গানের ধারায় কবিতার উপর সুরারোপ করা হয় ৷