পুনে, 13 এপ্রিল:প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেত্রী তথা নাট্যশিল্পী উত্তরা বাওকার ৷ দীর্ঘ অসুস্থতার পরে মঙ্গলবার মহারাষ্ট্রের পুনেতে তাঁর জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত এক বছর ধরে অসুস্থ এই শিল্পী মঙ্গলবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বুধবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
তিনি এক ভাই ও বোনকে রেখে গিয়েছেন ৷ দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন উত্তরা বাওকার । অবশেষে হার মানলেন শিল্পী ৷ বাওকার মৃণাল সেনের এক দিন আচানক-এ একজন অধ্যাপকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন । এই ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছিল সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় পুরস্কার ।
মারাঠি এবং হিন্দি উভয় সংস্করণের ছবিতেই বাওকার তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় রাখেন । উমরাও জানের মতো নাটকে তাঁর দাপুটে অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল দর্শকদের মধ্যে । তিনি জয়ন্ত দলভির মারাঠি নাটক সন্ধ্যাছায়া-এর কুসুম কুমারের হিন্দি সংস্করণ পরিচালনা করেছেন ।