মুম্বই, 27 ডিসেম্বর: 2023 সাল ৷ এক কথায় বলতে গেলে অনেকেরই মনে পড়ে শাহরুখের কামব্যাকের কথা ৷ 'কিং অফ বলিউড' এর আগে প্রায় চার বছর ছিলেন বনবাসে ৷ অনেকেই এও বলতে শুরু করেছিলেন এবার বলিউডে শাহরুখ-যুগের অবসান আসন্ন ৷ কিন্তু 2023 সালের শুরু থেকেই একের পর এক দুরন্ত ছবিতে মন কেড়েছেন বলিউডের বেতাজ বাদশা ৷ 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' একই বছরে তিনবার রূপোলি পর্দায় হাজির হয়েছেন তিনি ৷ বছরের কোন অংশটা সবচেয়ে দারুণ ছিল? ফ্যানেদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, বছরের পুরোটাই তাঁর দারুণ কেটেছে ৷
আরও একটি 'আস্ক এসআরকে' সেশনের এদিন আয়োজন করেন বলিউডের বাদশাহ ৷ ইতিমধ্যেই বক্স অফিসে 250 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তাঁর নতুন ছবি 'ডাঙ্কি' ৷ বিশ্বব্যাপী এই আয়ের জেরে কিং খানের ছবি ইতিমধ্যেই হিটের তকমা পেয়ে গিয়েছে ৷ ছবির বাজেট ছিল 120 কোটি টাকা ৷ ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই আয় করেছে 283.13 কোটি টাকা ৷
বুধবার শুধু ছবি নিয়ে নয় বাকি বিষয়েও মুখ খুলেছেন এসআরকে ৷ ফ্যানের প্রশ্নের উত্তরে সলমন খানকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ তিনি লিখেছেন, "আমি জানি আর আমি ওকে শুভেচ্ছাও জানিয়েছি ৷ আমি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না ৷ কারণ আমাদের ব্যাপারটাই তো ব্যক্তিগত তাই না ৷"