পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi Rautela loses cool: 'ভুল সারনেম উচ্চারণ করা মোটেও মজার নয়', অনুরাগীর ওপরে চটে লাল ঊবর্শী - Urvashi Rautela loses cool

আরও একবার খবরের শিরোনামে অভিনেত্রী রাউতেলা ৷ ক্রিকেটার অক্ষর প্যাটেলকে ম্যাচ চলাকালীন উর্বশীর নাম নিয়ে মশকরা করছেন এক ক্রিকেটপ্রেমী ৷ এই ভিডিয়ো সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ৷

Urvashi Rautela loses cool
অনুরাগীর ওপরে চটে লাল ঊবর্শী

By

Published : May 13, 2023, 8:32 PM IST

হায়দরাবাদ, 13 মে: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী ঊবর্শী রাউতেলা ৷ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তাঁর প্রেম ও বিচ্ছেদ নিয়ে লম্বা চর্চা চলে আসছে অনেকদিন ধরেই ৷ এবার তাঁর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে ক্রিকেটার অক্ষর প্যাটেলের নাম ৷ ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্রিকেটার অক্ষর প্যাটেলকে ম্যাচ চলাকালীন উর্বশীর নাম নিয়ে মশকরা করছেন এক ক্রিকেটপ্রেমী ৷ এই ভিডিয়ো সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ৷

ক্রিকেটের সঙ্গে বিটাউনের সম্পর্ক নতুন কিছু নয় ৷ শর্মিলা ঠাকুর থেকে অনুষ্কা শর্মা মনের মানুষ খুঁজে পেয়েছেন বাইশ গজের ময়দানেই ৷ সেই জায়গায় দাঁড়িয়ে বলিউড সুন্দরী ঊবর্শী রাউতেলা ও ভারতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্থের সম্পর্ক নিয়ে শুরু থেকেই বেশ জলঘোলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ঊবর্শীর একের পর এক পোস্ট সেই জল্পনায় আরও ঘি ঘেলেছে ৷ শুধু তাই নয়, পাকিস্তানি ক্রিকেটার নসীম শাহের পর্ব বিশ্ব ক্রিকেটের সঙ্গে ঊবর্শীর যোগসূত্রে নতুন চমক আনে ৷ এবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন 'হেটস্টোরি' গার্ল ৷ তাঁর জবাবও দিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: বিকাশ বহালের ছবির হাত ধরে প্রথমবার এক পর্দায় অজয়-মাধবন

শনিবার, নেট দুনিয়ায় ঊবর্শী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে দেখা গিয়েছে আইপিএল ম্যাচ চলাকালীন অক্ষর প্যাটেলকে অভিনেত্রীর নাম নিয়ে 'টিজ' করছেন এক ক্রিকেট অনুরাগী ৷ দিল্লি ক্যাপিটাল-এর এই খেলোয়াড়কে দেখা গিয়েছে বাউন্ডারির সামনে ৷ সেই সময় ওই দর্শক ঊবর্শীর নাম নিয়ে খেলোয়াড়ের প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করছেন ৷ কিন্তু ওই দর্শক ঊবর্শীর সারনেম ঠিক মতো উচ্চারণ করতে পারেননি ৷ বার বার ভুল উচ্চারণ করেছেন ৷ আর তাতেই ক্ষেপেছেন অভিনেত্রী ৷

ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "আমর সারনেম ভুলভাবে উচ্চারণ করা বন্ধ করুন ৷ এটা আমার কাছে অতি মূল্যবান ৷ প্রতিটি শব্দের একটা মানে আছে এবং সারনেমের একটা শক্তি থাকে, আশীর্বাদ থাকে ৷ আমি এই ধরণের জিনিস পছন্দ করি না ৷ এটা মোটেও মজার নয় ৷" প্রসঙ্গত, ঊবর্শী সম্প্রতি একজন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক উমেইর সান্ধুর সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন৷ ওই সাংবাদিক তথা চলচ্চিত্র সমালোচক দাবি করেছিলেন, ইউরোপে তেলেগু ছবি 'এজেন্ট'-এর শুটিং করার সময় অভিনেতা অখিল আক্কিনেনি দ্বারা 'হয়রানি'র শিকার হয়েছিলেন ঊবর্শী ৷ এরপরে, ঊবর্শী, উমেইর-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details