পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mrs Chatterjee Vs Norway: দর্শকদের 'ভুল' তথ্য দিচ্ছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে', ক্ষুব্ধ রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব - Norwegian Ambassador Hans Jakob

ইতিমধ্যেই চর্চায় আশিমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) ৷ তবে মুক্তির সঙ্গে সঙ্গেই রিল থেকে রিয়েল লাইফে বিতর্কে জড়িয়েছে এই ছবি ৷

Etv Bharat
বিতর্কে 'মিসেস চ্যার্টাজি ভার্সেস নরওয়ে'

By

Published : Mar 17, 2023, 7:05 PM IST

Updated : Mar 17, 2023, 7:59 PM IST

হায়দরাবাদ, 17 মার্চ: ইতিমধ্যেই চর্চায় আশিমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) ৷ রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) অভিনীত এই ছবি রেখা থেকে শাহরুখ খান সকলেই প্রশংসা করেছেন ৷ 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ সাগরিকা ভট্টাচার্যের আত্মজীবনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ নিজের সন্তানের জন্য দেশের সঙ্গে লড়াইয়ে একজন মা কতদূর যেতে পারেন, তাই দেখাবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ৷ তবে মুক্তির সঙ্গে সঙ্গেই রিল থেকে রিয়েল লাইফে বিতর্কে জড়িয়েছে এই ছবি ৷

নরওয়ে-র রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব ফ্রাইডেনলুন্ড (Norwegian Ambassador Hans Jakob Fredlund) এই ছবির বিশেষ কিছু দৃশ্য নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৷ সম্প্রতি টুইটার হ্যান্ডেলে তিনি একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে লিখছেন, "প্রতিটি পরিবার ও তাদের নিজস্ব জীবনধারা, সংস্কৃতি নিয়ে নরওয়ে সরকারের যে বিশ্বাস রয়েছে তা ছবিতে ভুলভাবে চিত্রিত হয়েছে ৷ শিশু কল্যাণে আমাদের কাছে বড় দায়িত্ব ৷ এর জন্য কোনও কিছু নিয়ে আমরা আপোস করব না ৷ " নরওয়ে-র রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব আরও মনে করেন যে, ছবিতে দেখানো এই ধরণের ভুল তথ্য দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে এবং নরওয়ে দেশের প্রতি মানুষের ভুল ধারণা তৈরি হতে পারে ৷

আরও পড়ুন: 100 কোটির ক্লাবে রণবীর-শ্রদ্ধার টিজেএমএম

এই টুইট সামনে আসার পরেই 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির প্রযোজক নিখিল আদবানি আরও একটি টুইট করে একটি ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন ৷ যেখানে সিনেমাটি দেখানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল নরওয়ের রাষ্ট্রদূত জ্যাকব'কে ৷ 'হ্যাশট্যাগ দেশ কা ম্যাটার' (#DeshKaMatter) লিখে সেখানে ঠিক কী ঘটেছিল তা জানিয়েছেন প্রযোজক ৷ পাশাপাশি একটি ভিডিয়োর মাধ্যমে, কীভাবে নরওয়ে সরকার তাঁর নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে, সেই তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করেছেন সাগরিকা ভট্টাচার্য ৷

উল্লেখ্য, 2011 সালে নরওয়ে-তে থাকার সময় বাঙালি পরিবার সাগরিকার তথা সন্তানের জন্য এক মায়ের লড়াই নাড়িয়ে দিয়েছিল দেশকে ৷ নরওয়ে চাইল্ডকেয়ার সিস্টেম-র (Norwegian Childcare system) বিরুদ্ধে লড়াই করেন সাগরিকা ৷ বাস্তব জীবনের সেই ঘটনায় রূপোলি পর্দায় ফুটিয়ে তুলেছেন মিসেস মুখোপাধ্যায় ৷

Last Updated : Mar 17, 2023, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details