পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nora Fatehi New Pics: নয়া লুকে হাজির নোরা, মার্কিন মুলুক থেকে মোহিত করলেন ফ্যানেদের - Aparshakti Khurana

অভিনেত্রী নোরা ফতেহির নতুন লুক মন কাড়ল অনুরাগীদের ৷ নতুন কো-অর্ড সেটে রীতিমতো মোহিত করলেন তিনি (Nora Fatehi New Pose like a Lady boss) ৷

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/03-March-2023/17895787_1096_17895787_1677821835792.png
অভিনেত্রী নোরা ফতেহির নতুন বসি লুক মন কাড়ল অনুরাগীদের

By

Published : Mar 3, 2023, 6:23 PM IST

হায়দরাবাদ, 3 মার্চ: অভিনেত্রী নোরা ফতেহি তাঁর নতুুন ছবি দিয়ে বারবার মন কেড়ে নেন তাঁর অনুরাগীদের ৷ এবার মার্কিন মুলুক থেকে তাঁর যে লুক সামনে এল তা বেশ চর্চিত হয়ে উঠেছে নেটপাড়ায় ৷ অক্ষয় কুমার, মৌনি রায়, সোনম বাজওয়া, দিশা পাটানি, অপারশক্তি খুরানা এবং অন্যান্যদের সঙ্গে নোরা এখন মার্কিন মুলুকে সফরে ব্যস্ত ৷ তাঁর শেয়ার করা নতুন ছবিতে তাঁকে দেখা গিয়েছে সাদা কালো ডিজাইনার কো-অর্ড স্য়ুটে (Nora Fatehi New Pose ike a lady boss)৷

তাঁর এই নতুন লুকের জন্য একদিকে যেমন তিনি বেছে নিয়েছিলেন এই ঝলমলে কো-অর্ড সেটটি তেমনই তাঁর খোলা চুলও নজর কেড়েছে অনুরাগীদের ৷ শুক্রবার সকালে অনুরাগীদের জন্য় ছবিগুলি শেয়ার করেছেন তিনি ৷ এই ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে বিলাসবহুল একটি গাড়ির ভিতরে ৷ নতুন বিদেশী এই গাড়ির ভিতরে বসে রীতিমতো ফ্যানেদের ঘায়েল করেছেন তিনি ৷

অক্ষয় কুমার মৌনি রায় সোনম বাজওয়াদের সঙ্গে মার্কিন মুলুকে রয়েছেন নোরা

তাঁর যে কোনও পোস্টের নীচেই ফ্যানেদের মন্তুব্যের বন্যা বয়ে যায় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ কেউ লিখলেন, 'আহা রানি' আবার কেউ লিখলেন, 'অসামান্য সুন্দর' ৷ শুধু ইনস্টাগ্রামেই এই মুহূর্তে প্রায় 44.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর ৷ মাত্র এক সপ্তাহ আগেই 31তম জন্মদিন উদযাপন করেছেন নায়িকা ৷ দুবাইতে বন্ধুদের সঙ্গে ইয়াটের মধ্য়ে জন্মদিন সেলিব্রেট করেন তিনি ৷ সেদিন তাঁর পরনে ছিল ফ্লোরাল টপ এবং মিনি স্কার্ট ৷ একইসঙ্গে রীতিমতো নজর কেড়েছিল তাঁর স্পেশাল বেলি ডান্স ৷ নোরার নাচের জাদুতে অবশ্যই বরাবরই পাগল তাঁর অনুরাগীরা ৷

আরও পড়ুন:অস্কারের উপস্থাপিকা হিসাবে নির্বাচিত দীপিকা, উচ্ছ্বসিত রণবীর

অভিনয়ের কথা বলতে গেলে নোরাকে আগামীতে দেখা যাবে সাজিদ খানের '100%'-এ ৷ ইউকে-তে এই প্রোজেক্টটি মুক্তি পেতে চলেছে আগামী 22 সেপ্টেম্বর ৷ নোরা ছাড়াও '100%'-এ অভিনয় করেছেন জন আব্রাহাম, শেহনাজ গিল এবং রিতেশ দেশমুখ ৷

ABOUT THE AUTHOR

...view details