কলকাতা, 11 এপ্রিল:কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের জনপ্রিয় চরিত্রগুলির অন্য়তম হল নন্টে ফন্টে ৷ হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট-এর পাশাপাশি এই দুই বুদ্ধিমান এবং দুষ্টু মিষ্টি বন্ধুর গল্প পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল ৷ এবার ছোটদের জন্য বড় পর্দায় আসছে নারায়ণ দেবনাথের 'নন্টে ফন্টে'। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসতে চলেছে এই নতুন কাজ । ছবির চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার । এই ছবির কাজ শুরু হয়েছিল কোভিড আবহেই । সব দিক ঠিক থাকলে চলতি বছরের মে মাসে মুক্তির সম্ভাবনা এই ছবির ।
'জালান ইন্টারন্যাশনাল ফিল্মস' প্রযোজিত এই ছবিতে উঠে আসবে নারায়ণ দেবনাথ রচিত 'নন্টে ফন্টে'র প্রায় কুড়িটি গল্প । নন্টে ফন্টের ভূমিকায় দুই শিশু শিল্পী সোহম বসু রায় চৌধুরী, সোহম বোস । চোরদের রাজা ড্রাগনের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় । অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, পুলকিতা ঘোষ, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় , মনোজ্যোতি মুখোপাধ্যায় নিমাই ঘোষ প্রমুখ ।
জনপ্রিয় নন্টে ফন্টে আসছে বড় পর্দায় পরিচালক অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আসছে নন্টে ফন্টে 'নন্টে ফন্টে' নিয়ে চিত্রনাট্যকার অম্লান মজুমদার বলেন, "নন্টে ফন্টে আমার জীবনের এক অন্য অনুভূতি । নারায়ণ দেবনাথ নিজের হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য । হ্যাঁ ,আটশো । যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি । তবু তাঁর হাত থেকে পাওয়াটা আমার কাছে ভাগ্যের । কমিকস নিয়ে প্রথম ছবি হচ্ছে বাংলায় । অভিনয় ও লেখা, দু'ভাবেই আমি যুক্ত রয়ছি । শ্যুটিং লোকেশনে নারায়ণবাবু এসে কাগজ নিয়ে এঁকেছিলেন নন্টে-ফন্টে । এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে ছবিটার ?"
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার শুভাশিস মুখোপাধ্যায় সুমিত সমাদ্দার লামা কাঞ্চনা মৈত্র বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে আরও পড়ুন:30 এপ্রিল খুন হবেন সলমন ! আর মেল নয়, এবার ফোনে হুমকি ভাইজানকে
এর আগে অ্যানিমেশন সিরিজ হিসাবে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে-রা এসেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ৷ তবে এবার একেবারে অন্যরকম স্বাদ ৷ কারণ বড়পর্দায় আসবে এই ছবি ৷ ছবিতে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালনায় অনুপম রায়। ছবির সিনেমাটোগ্রাফার আয়ুব আলী খান। শিল্প নির্দেশনায় সমর হালদার।