হায়দরাবাদ, 10 জুন: তিনি মুখ খোলা মানেই বিতর্কের সূত্রপাত ৷ তবেবেশ কিছুদিন হল, তিনি খবরের শিরোনামে নেই ৷ অবশেষে শনিবার 'মৌনব্রত' ভাঙলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ আরও একবার নাম না-করে রণবীর কাপুরকে একহাত নিলেন অভিনেত্রী ৷ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ব্য়ক্তিগত মতামত ৷ নেটিজেনদের চোখে পড়তেই তা নিমেষে ভাইরাল ৷
সূত্রের খবর, নীতিশ তিওয়ারি রামায়ণের কাহিনীকে তুলে ধরছেন বলিউডে ৷ শোনা গিয়েছিল, রামায়ণে রাম চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে ৷ অন্যদিকে, রণবীরের বিপরীতে থাকতে পারেন আলিয়া ভাট ৷ এমনকী, রামের চরিত্রের জন্য লুক টেস্টও দিয়েছেন রণবীর ৷ শোনা যাচ্ছে এমনটাও ৷ পাশাপাশি রাবণের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে কেজিএফ খ্যাত যশকে ৷ এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ৷
এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর না-পড়লেও শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই জল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেছেন বলিউড কুইন ৷ নাম না-করে রণবীর কাপুরকে নিয়ে তোপ দেগেছেন অভিনেত্রী ৷ তিনি বলেছেন, "কোনও মাদকাসক্ত ব্যক্তি রামের চরিত্রে অভিনয় করতে পারেন না ৷"
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "সম্প্রতি শুনলাম, বলিউডে আরও একটি রামায়ণের কাহিনী নিয়ে চিত্রনাট্য তৈরি হতে চলেছে ৷ যেখানে একজন সাদা চামড়ার ইঁদুর (নামমাত্র অভিনেতা), যাঁর সান ট্যান প্রয়োজন এবং যিনি ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পরিচিত, যিনি একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন, যিনি মাদকাসক্ত এবং নিজেকে শিব প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন (যে সিনেমা অনেকে দেখেইনি) তিনি এখন রাম চরিত্র করতে মরিয়া হয়ে উঠেছেন ৷"