কলকাতা, 29 অগস্ট:ফের টলিউডে নক্ষত্রপতন । অমৃতলোকে প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee Dies Due to Lung Infection)। বাংলা সিরিয়াল থেকে টেলিফিল্ম এবং ছবি- সব ক্ষেত্রেই নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন তিনি । পরিচালক নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবির জন্য শ্যুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায় । এই ছবিতে দত্তার ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবিতে দয়াল আচার্যর ভূমিকায় অভিনয় করছেন প্রদীপ মুখোপাধ্যায় । সেই শ্যুটিং-এই ব্যস্ত ছিলেন তিনি (Pradip Mukherjee Last Film)৷
এদিন তাঁর চলে যাওয়ার দিনে ছবির পরিচালক নির্মল চক্রবর্তী ইটিভি ভারতকে জানান, প্রদীপদা ডাবিংটা সেরে যেতে পারলেন না । এবার অন্য কাউকে দিয়ে ডাবিং করাতে হবে আমায় । ওই কণ্ঠ আর পাব কোথায়(Director Nirmal Chakroborty on Pradip Mukherjee)? পরিচালক এদিন বলেন, "অনেকেই বলছে দত্তার শ্যুটিং চলাকালীন প্রদীপদা অসুস্থ হন । কিন্তু আমি যতদূর জানি উনি অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন । দু'বার কোভিড হয় ওঁর । ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন । নেবুলাইজ করানো হত প্রদীপ দাকে । যে শ্যুটিংটা দু'দিনে শেষ করা যায় সেটা আমি চারদিনে করাই দাদার শরীরের কথা ভেবে । মেক আপ ভ্যানে এসির জন্য বসতেন না ৷ তাই ঘরে মেক আপ করতেন । সেখানে ফ্যান রাখা হয়েছিল । প্রদীপদার জন্য ইজি চেয়ার রাখা হয়েছিল ফ্লোরে। 9, 11, 12 এবং 13 তারিখ ছিল আমাদের সঙ্গে শ্যুটিং। উদ্দমের সঙ্গে শ্যুটিং শেষ করেন 13 অগস্ট। খুব পজিটিভ মানুষ ছিলেন । অসুস্থতা ধরা পড়ত না অভিনয়ে । 11 অগস্ট ছিল জন্মদিন। এদিন ফ্লোরে কেক কেটে অভিনেতার জন্মদিন পালন করা হয় । হাজির ছিলেন ঋতুপর্ণাও ।"
প্রদীপ বাবুর অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এরপর 22 তারিখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রদীপদা । দাদার সঙ্গে শ্যুটিং-এ একজন আসতেন রোজ । তাঁর দায়িত্ব ছিল দাদাকে নেবুলাইজ করা । যেহেতু ওঁর অ্যাস্থমাও ছিল।"
নির্মল চক্রবর্তীর কাছ থেকেই জানা যায়, দিনে একটা কি দু'টো সিনের বেশি টেক দিতেন না প্রদীপ মুখোপাধ্যায় । কারণ অসুস্থতা ছিল । বারবারই পরিচালককে বলতেন, "তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো । শরীর ঠিক নেই আমার ।"