কলকাতা, 15 জুন:গত 13 জুন সেরেছেন আইনি বিয়ে সেরেছেন সানি দেওলের পুত্র করণ দেওল। পাত্রী বাংলার মেয়ে দৃশা আচার্য । তিনি আবার সম্পর্কে পরিচালক বিমল রায়ের নাতনি । আইনি বিয়ের পর কেক কাটা, নাচ, গানের অনুষ্ঠানের বিভিন্ন পর্বের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন স্বয়ং পরিচালক অনীক দত্তই ৷ কিন্তু কেন হঠাৎ এই অনুষ্ঠানে হাজির বাংলার বিখ্যাত পরিচালক অনীক দত্ত? তিনি যে পাত্রীর সম্পর্কে জ্যাঠামশাই । অর্থাৎ তিনি সানি দেওলের সম্পর্কে বেয়াই হতে চলেছেন । ভাইঝির প্রাক বিয়েতে কাটানো মুহূর্তের বিভিন্ন ছবি এবং ভিডিয়োর ঝলক নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন বাংলার এই খ্যাতনামা পরিচালক ।
মুম্বইতে এখন করণ এবং দৃশার বিয়ে নিয়ে দারুণ তোড়জোড় চলেছে । তার সঙ্গে আবার মিলে গিয়েছে বাঙালি পরিবার । সবমিলিয়ে হইহই কাণ্ড রইরই ব্যাপার । অনেকদিন পর দেওল পরিবারে বিয়ের তোড়জোড় । ফলে আয়োজনে ত্রুটি নেই । 16 জুন চার হাত এক হতে চলেছে করণ এবং দৃশার । অনীক দত্ত তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "দেওল পরিবারে আমরা উষ্ণ আতিথেয়তা পেয়েছি । তার সঙ্গে ছিল ককটেল, সুস্বাদু স্ন্যাক্স । দেওল পরিবার আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে এটা আমাদের বড় প্রাপ্তি।"