পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Citadel premiere in Rome: রোমে 'সিটাডেল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাতে হাত নিকিয়াঙ্কা, ভাইরাল ছবি - ওয়েব সিরিজ সিটাডেল

28 এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ওয়েব সিরিজ সিটাডেল ৷ অ্যাকশন-ড্রামায় এই ভরপুর এই সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির নিক-প্রিয়াঙ্কা ৷

Citadel premiere in Rome
'সিটাডেল' প্রিমিয়ারে নিক-প্রিয়াঙ্কা

By

Published : Apr 22, 2023, 6:20 PM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল: মুক্তি পেতে চলেছে বহু চর্চিত ওয়েব সিরিজ 'সিটাডেল' ৷ সম্প্রতি রোমে হয়ে গিয়েছে এই সিরিজের স্পেশাল স্ক্রিনিং ৷ উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস ৷ স্পেশাল স্ক্রিনিংয়ে তাঁদের নানান ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ প্রিয়াঙ্কা-নিক ছাড়াও 'সিটাডেল' স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকি-সহ অন্যান্য কলাকুশলীরা ৷

শুটিং শুরুর সময় থেকেই 'সিটাডেল' নিয়ে দর্শকদের উন্মাদনার পারদ রয়েছে তুঙ্গে ৷ ছবির ট্রেলারও পেয়েছে জনপ্রিয়তা ৷ সিরিজের প্রোমোশনও হয়েছে জোর কদমে ৷ শুক্রবার ছিল সিরিজের বিশেষ স্ক্রিনিং ৷ প্রিয়াঙ্কা এইদিন সন্ধ্যায় বেছে নিয়েছিলেন সবুজ রঙের গাউন ৷ নিক পরেছিলেন নীল রঙের শার্ট, ডার্ক ব্লু ব্লেজার, ম্যাচিং প্যান্ট ও সাদা স্নিকার্স ৷ তারকাজুটি ইভেন্টে পৌঁছান একে অপরের হাত ধরে ৷ পাপারাৎজিদের দেখে হাত নাড়েন তাঁরা ৷ পোজও দেন ক্যামেরার সামনে ৷

আরও পড়ুন:'তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক', ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বচ্চনের

সেই সকল ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি আরও একটি ভিডিয়ো মন জয় করে নিয়েছে অনুরাগীদের ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, পাপারাৎজিদের দেখে হাত জোড় করে ভারতীয় ভঙ্গিমায় নমস্কার জানিয়েছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা ৷ অন্যদিকে, আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নিক একটু দূরে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিলেও প্রিয়াঙ্কা সেখানে অনুপস্থিত ৷ কারণ পিগি চপস তখন একাই কেড়ে নিয়েছেন সকল স্পটলাইট ৷ এছাড়াও 'সিটাডেল' তারকাদের সঙ্গেও ছবি তোলেন প্রিয়াঙ্কা ৷

প্রসঙ্গত, অ্যাকশন-ড্রামা ও থ্রিলারে ভরপুর 'সিটাডেল' সিরিজ, রুশো ব্রাদার্সের সঙ্গে মিলিতভাবে তৈরি করেছেন ডেভিড ওয়েল ৷ ওটিটি প্ল্যাটফর্মে 28 এপ্রিল দুটি পর্বের সঙ্গে প্রিমিয়র হবে এই সিরিজের ৷ তারপর 26 মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব মুক্তি পাবে ওটিটি-তে ৷ সিরিজে মুখ্যচরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও রিচার্ড ম্যাডেন ৷ বহুজাতিক গোপন সংস্থা সিটাডেলের দুই অন্যতম এজেন্ট ম্যাসন কেন (রিচার্ড) এবং নাদিয়া সিন (প্রিয়াঙ্কা)-কে কেন্দ্র করে এগিয়েছে সিরিজ। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার 'লাভ এগেইন' ৷ হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত 'জি লে জারা' ৷ আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও ৷

ABOUT THE AUTHOR

...view details