পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nick-Priyanka Daughter First Concert: কেমন ছিল মালতির প্রথম 'সাউন্ডচেক', জানালেন প্রিয়াঙ্কা - nick jonas priyanka

নিক ও প্রিয়াঙ্কা প্রথমবার গানের কনসার্টে নিয়ে গেলেন মেয়ে মালতিকে । সোশাল মাধ্যমে শেয়ার করলেন সেই ছবিও । যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ।

Nick-Priyanka's daughter first concert
মালতির প্রথম গানের কনসার্ট

By

Published : Apr 16, 2023, 5:20 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাসের মেয়ে মালতি ম্যারির প্রথম গানের কনসার্ট । বাবার কোলে বসেই করল সাউন্ড চেক । শুনে অবাক হচ্ছেন ? নাহ ! আমরা বলছি না, বলেছেন খোদ নিক । সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিও । তবে শুধু লিক নন, প্রিয়াঙ্কাও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশাল মাধ্যমে । সেই ছবি দেখে রীতিমত আপ্লুত হয়েছেন শুভ্যানুধায়ীরাও । কী রয়েছে সেই ছবিতে ?

কিছুদিন আগেই ভারত সফর করে আমেরিকা ফিরে গিয়েছেন জোনাস দম্পতি । মালতির এটা ছিল প্রথম ভারতে আসা । কামাখ্যা মন্দিরেও পুজো দিয়েছেন মা-মেয়ে । আমেরিকাতে ফিরেই কাজের জগতে ব্যস্ত হয়ে পড়েছেন নিক-প্রিয়াঙ্কা । সম্প্রতি নিকের একটি গানের কনসার্ট ছিল । সেই কনসার্টে মা মধু চোপড়া ও মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা । সেখানকার বেশ কিছু ছবি ও একটি ভিডিয়ো শেয়ার করেছেন 'সিটাডেল' অভিনেত্রী । সেই ছবির কোনওটাতে দেখা গিয়েছে হোটেল রুমে মালতির সঙ্গে খেলা করছেন প্রিয়াঙ্কা ৷ কোনওটাতে আবার মায়ের চুল ঠিক করে দিচ্ছেন মেয়ে প্রিয়াঙ্কা । রয়েছে একটি ভিডিয়োও । সেখানে দেখা গিয়েছে জোনাস ব্রাদার্সের মঞ্চে পারফরমেন্সের ছোট্ট ক্লিপিংস । ক্যাপশনে লিখেছেন, "দারুণ একটা রাত কাটালাম ।" একইভাবে নিকও মেয়েকে কোলে নিয়ে একটি সাদাকালো ছবি শেয়ার করে লিখেছেন,"মালতির প্রথম সাউন্ডচেক ।"

আরও পড়ুন: ট্যাক্সির ভাড়া না দিয়েই পালিয়ে ছিলেন সলমন, কেন জানেন?

আসলে নিক অনুষ্ঠানের রিহার্সালে ছিলেন । সেখানে একহাতে মেয়েকে ও অপর হাতে মাইক নিয়ে প্র্যাকটিস করছিলেন তিনি । সেই ছবিটি এখন ভাইরাল সোশাল মাধ্যমে । অনুরাগীরা ছবিগুলি দেখেই আহ্লাদিত । কেউ লিখেছেন, ''মালতি কি মিষ্টি লাগছে ! ।" আবার কেউ লিখেছেন, "নিশ্চয়ই জোরে আওয়াজ থেকে মালতির কানকে রক্ষা করতেই হেডফোন দেওয়া হয়েছে । খুব ভালো বিষয় ।"

উল্লেখ্য, গানের কনসার্টে নিক-প্রিয়াঙ্কা তাক লাগিয়েছেন । নিক পরেছিলেন কালো রঙের স্যুট ও প্রিয়াঙ্কা পরেছিলেন বডিকন পোশাক, সঙ্গে ফারের জ্যাকেট । আপাতত প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন 'সিটাডেল' ছবির প্রোমোশন নিয়ে । এছাড়া মুক্তির অপেক্ষায় রোম্যান্টিক ড্রামা 'লাভ এগেইন' । 12 মে মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details