পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Web Series: ওটিটি'তে এবার থিয়েটারের মজা, আসছে স্কেচ কমেডি 'নাটক করিস না তো' - New Web Series

উঠতে বসতে অনেকেই কথায় কথায় বলেন 'নাটক করিস না তো' ৷ এবার সেই মুখের কথাকেই সিরিজ হিসাবে পর্দায় নিয়ে আসছেন সৌমিত দেব ৷ তাঁর হাত ধরেই মুক্তি পাবে এই সিরিজ ৷

New Web Series
ওটিটিতে এবার থিয়েটারের মজা

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 7:00 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: 'নাটক করিস না তো', উঠতে-বসতে বন্ধু, ভাই, বোনকে এই ধরনের কথাবার্তা আমরা আকছারই বলে থাকি। আর এবার এই বাক্যটিকে ধরেই ওটিটি-তে আসছে নয়া ওয়েব সিরিজ 'নাটক করিস না তো' । সিরিজটির রচনা ও পরিচালনা করেছেন সৌমিত দেব । স্কেচ কমেডির এক ধুন্ধুমার আয়োজন রয়েছে এই সিরিজে । পাঁচটি এপিসোডের এই সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে তিনটি করে স্কেচ কমেডি (হাস্য কৌতুক বলা যেতে পারে), অর্থাৎ মোট পনেরোটি স্কেচ থাকবে সিরিজে ।

এর মজার পোস্টার প্রস্তুত করা হয় দিন কয়েক আগেই । এবার হাজির মজায় ঠাসা ট্রেলার । থিয়েটারের আঙ্গিকে তৈরি এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহার মতো থিয়েটারের জনপ্রিয় সব মুখ । থিয়েটার ছাড়াও এঁদের মধ্যে অনেকেই ওয়েব সিরিজ ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতাও বটে ।

প্রযোজনায় শান্তনু চট্টোপাধ্যায় । কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসেবে কাজ করেছেন সাগ্নিক বসু ও শিলাদিত্য চট্টোপাধ্যায় । 'নাটক করিস না তো' ওটিটি-তে আসছে এই সেপ্টেম্বর মাসেই ৷ চ্যানেলের অন্যতম কর্ণধার নীরজ তাঁতিয়া বলেন, "ক্লিক সবসময়ই স্বল্প পরিসরের মধ্যে নানান পরীক্ষা-নিরীক্ষা করে থাকে কন্টেন্ট আর ফর্ম নিয়ে । 'নাটক করিস না তো' সেরকমই একটি প্রচেষ্টা। সম্ভবত বাংলা ওটিটি-তে প্রথমবার এই ধরনের কাজ হচ্ছে ।"

সিরিজের কিছু ঝলক

আরও পড়ুন:স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবীর চরিত্রে দেব, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার

অন্যদিকে এই সিরিজ নিয়ে পরিচালক সৌমিত দেব বললেন, "স্কেচ-কমেডি নিয়ে বাংলায় কাজ করার ইচ্ছে ছিল বহুদিনের, তাই ক্লিক থেকে এমন কিছু একটা করতে বলায়, বেশ ভালোই লেগেছে। এখানে আমরা ক্যানড লাফের মতো সাবেকি কিছু কমেডির টুল ব্যবহারে করেছি আর স্কেচের বিষয়গুলো একেবারেই আমাদের চারপাশ থেকে উঠে এসেছে ৷ পরীক্ষামূলক একটা কাজ, আশা করি দর্শকের ভালো লাগবে।" এই সিরিজে ক্যামেরার দায়িত্ব সামলেছেন দীপ্যমান ভট্টাচার্য ৷ সম্পাদনায় রয়েছেন কৌস্তভ সরকার এবং সহকারী পরিচালক সপ্তর্ষি গুহ ।

ABOUT THE AUTHOR

...view details