টোকিও, 7 জুলাই: 'আম পাবলিক এন্টারটেইনমেন্ট'-এর প্রযোজনায় টোকিও নিবাসী চিত্রপরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত তৈরি করেছেন 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' (New Web Series Kuch Kuch Film Jaisi) নামক একটি ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটিতে থাকছে 14টি পর্ব । সময়সীমা প্রায় সাড়ে চার ঘণ্টা । সূত্রের খবর, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন । প্রসঙ্গত, তাঁর প্রথম সিনেমা 'বন্ধ' মুক্তির প্রায় পাঁচ বছর পর এই ওয়েব সিরিজ নিয়ে আবার সিনে জগতে ফিরছেন অনিন্দগীতা ।
'কুছ কুছ ফিল্ম য্যায়সি' বাংলা এবং হিন্দি ভাষার মিশেলে তৈরি ওয়েব সিরিজ । অর্থাৎ দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে চরিত্রদের । এই ওয়েব সিরিজটির নামটিও বেশ অভিনব । এ প্রসঙ্গে পরিচালক অনিন্দগীতা দাশগুপ্ত বলেন, "সেই শৈশব থেকেই শাহরুখ খান আমার আইডল । তাঁর কালজয়ী ব্লকবাস্টার 'কুছ কুছ হোতা হ্যায়' বিনোদন শিল্পে আসার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।"
ভারতীয় বিনোদন শিল্পে খানের অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই সিরিজটির এমন নামকরণ বলে জানিয়েছেন পরিচালক । তাছাড়া 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' নামটির মধ্যে একটি চমক রয়েছে, যেটি সিরিজটি দেখতে মানুষজনকে উৎসাহী করে তুলবে বলে বিশ্বাস অনিন্দগীতার । তাঁর কথায়, "এই ওয়েব সিরিজের ট্রেলার সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে আমার মনে হয় । কারণ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি' ওয়েব সিরিজের সাড়ে সাত মিনিটের ট্রেলারটি ইউটিউবে মুক্তি পাওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই 200 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে । তাছাড়া ছবির ট্রেলার কতটা দীর্ঘ তার থেকেও আমার মনে হয়, বেশি গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু ।"