পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Eken Babu Ebar Kolkatay: বড়দিনেই 'একেন বাবু এবার কলকাতায়' - Eken Babu ebar Kolkatay is Coming Soon

বড় পর্দায় খেল দেখানোর পর ফের একবার হাতের মুঠোয় অর্থাৎ হইচইতে ফিরছেন একেন থুড়ি গোয়েন্দা একেন্দ্র সেন । এবারের সিরিজের নাম 'একেন বাবু- এবার কলকাতায়'(New Web Series Eken Babu ebar Kolkatay)।

Eken Babu Ebar Kolkatay
বড়দিনেই 'একেন বাবু- এবার কলকাতায়'

By

Published : Nov 22, 2022, 9:37 PM IST

কলকাতা, 22 নভেম্বর:বড় পর্দায় খেল দেখানোর পর ফের একবার হাতের মুঠোয় অর্থাৎ হইচইতে ফিরছেন একেন থুড়ি গোয়েন্দা একেন্দ্র সেন । আরও বুঝিয়ে বলতে গেলে বাঙালির এই মুহূর্তের অন্যতম পছন্দের গোয়েন্দা একেন বাবু । একেন বাবুর নজরে এবার শহর কলকাতা । এখানেই এবার রহস্যের গন্ধ পেয়েছেন তিনি । আর তাই তিনি এদিক ওদিক ঘুরে চলেছেন সমানে । এবারের সিরিজের নাম 'একেন বাবু-এবার কলকাতায়'(Eken Babu ebar Kolkatay is Coming Soon )।

নতুন সফরের আনুষ্ঠানিক ঘোষণাপর্বে হাজির ছিলেন একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত-সহ আরও অনেকে। এই ক্রিস্টমাসেই আগমন ঘটবে একেন বাবুর (Eken Babu ebar Kolkatay is Coming Soon) । এদিন আনুষ্ঠানিক ঘোষণাপর্বে সংবর্ধনা দেওয়া হয় একেনের স্রষ্টা সুজন দাশগুপ্তকে । একেনবাবুর গল্প গড়ে তোলার কাহিনি শোনালেন তিনি। সুজন দাশগুপ্ত এদিন বলেন, "এমনিতে একেন অনির্বাণের সঙ্গে বইয়ের একেনের চেহারার কোনও মিল নেই । কিন্তু এখন একেনকে লিখতে গেলেই অনির্বাণের মুখ মনে পড়ে ।"

আরও পড়ুন:হাজারো সবাক ছবির ভিড়ে অন্য স্বাদ, আসছে নির্বাক ছবি জুতো

উল্লেখ্য, সাড়ে চার বছরের মধ্যে ছ'টা সিরিজ আর একটা ফিল্ম তৈরি হয়েছে একেনকে নিয়ে । আরও একটি ছবি আসবে বলে জানালেন অনির্বাণ চক্রবর্তী । আর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন এই পয়লা বৈশাখেই বড় পর্দায় আসবে একেন বাবু । ছবির নামও সামনে এসেছে ইতিমধ্য়েই, 'দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান' (Eken Series New Venture The Eken Ruddhaswas Rajasthan)৷ ছবিতে মুখ্য় চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, সোমক ঘোষ এবং সুহোত্র মুখোপাধ্য়ায় ছাড়াও থাকছেন রজতাভ দত্ত, সন্দীপ্তা সেনের মতো অভিনেতা-অভিনেত্রীরা (Eken Series New Venture)৷ সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন রম্যদীপ সাহা ৷ ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ের দায়িত্বে রয়েছেন শুভদীপ গুহ ৷

ABOUT THE AUTHOR

...view details