কলকাতা, 22 নভেম্বর:বড় পর্দায় খেল দেখানোর পর ফের একবার হাতের মুঠোয় অর্থাৎ হইচইতে ফিরছেন একেন থুড়ি গোয়েন্দা একেন্দ্র সেন । আরও বুঝিয়ে বলতে গেলে বাঙালির এই মুহূর্তের অন্যতম পছন্দের গোয়েন্দা একেন বাবু । একেন বাবুর নজরে এবার শহর কলকাতা । এখানেই এবার রহস্যের গন্ধ পেয়েছেন তিনি । আর তাই তিনি এদিক ওদিক ঘুরে চলেছেন সমানে । এবারের সিরিজের নাম 'একেন বাবু-এবার কলকাতায়'(Eken Babu ebar Kolkatay is Coming Soon )।
নতুন সফরের আনুষ্ঠানিক ঘোষণাপর্বে হাজির ছিলেন একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত-সহ আরও অনেকে। এই ক্রিস্টমাসেই আগমন ঘটবে একেন বাবুর (Eken Babu ebar Kolkatay is Coming Soon) । এদিন আনুষ্ঠানিক ঘোষণাপর্বে সংবর্ধনা দেওয়া হয় একেনের স্রষ্টা সুজন দাশগুপ্তকে । একেনবাবুর গল্প গড়ে তোলার কাহিনি শোনালেন তিনি। সুজন দাশগুপ্ত এদিন বলেন, "এমনিতে একেন অনির্বাণের সঙ্গে বইয়ের একেনের চেহারার কোনও মিল নেই । কিন্তু এখন একেনকে লিখতে গেলেই অনির্বাণের মুখ মনে পড়ে ।"