কলকাতা, 16 জুন :আসছে নতুন বাংলা ছবি 'কুলের আচার' । এই ছবিতে একদিকে যেমন বহুদিন পর বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার, তেমনই আবার আরেকটি নতুন জুটিকেও দেখতে চলেছেন দর্শকরা । বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারের কেমিস্ট্রি জমে উঠবে এই ছবিতে ৷ ইন্দ্রাণীর সঙ্গে জুটি বাঁধবে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে ।
সম্প্রতি হাজির হল এই ছবির গান । 'ভুল করেছে ভুল' শিরোনামের নতুন এই গানটি গেয়েছেন মধুবন্তী বাগচি এবং মাহতিম শাকিব (Kuler Achar New Song Bhul Koreche Bhul)। প্রসেন এবং তাঁর টিমের বানানো এই গানে গল্পের নায়ক-নায়িকার মান অভিমানের পর্ব উঠে এসেছে । মানুষের জীবনে সুখ-দুঃখ সবই সাময়িক ৷ কোনও কিছুই স্থায়ী নয় । সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী । আর এই ছোট ছোট সুখ-দুঃখকেই তুলে ধরবে 'কুলের আচার' । প্রসঙ্গত, ছবিতে মধুমিতার চরিত্রের নাম মিঠি, বিক্রমের চরিত্রের নাম প্রীতম । প্রীতমের মা-বাবার চরিত্রেই রয়েছেন ইন্দ্রাণী-নীল ।
এসভিএফ-এর প্রযোজনায় 15 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুদীপ দাস পরিচালিত বাংলা ছবি 'কুলের আচার' গল্পটা এ রকম... মিঠি বিয়ের পর তাঁর পদবী পাল্টাতে চায় না । তাঁর মতে, ছেলেরা তো বিয়ের পর পদবী বদলায় না । শুধু মেয়েরাই কেন বদলাবে । তাঁর মতে, পদবীর সঙ্গে বাবা, মা, দাদু, ঠাকুমার অস্তিত্ব জড়িয়ে থাকে । তাকে ঝেড়ে ফেলার কোনও মানেই হয় না । সে একরোখা হয়ে ওঠে । বলাবাহুল্য, মিঠির মতো এমন দাবি অধিকাংশ মেয়েরই । গল্পের ছক যদিও চেনা । তবে এরপর কী টুইস্ট তৈরি করেন চিত্রনাট্যকার, সেটাই দেখার ৷
আরও পড়ুন : ভিটামিন M থেকে বেলাশুরুর সাফল্য, ইটিভি ভারতে আড্ডায় মনামী
কারণ, এ ধরণের দাবির জেরে অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে সইতে হয় গঞ্জনা । মিঠিকেও কি তেমনই কিছু সইতে হবে ? জানা যাবে এই ছবিতে । তা হলে যাঁরা পদবী বদলান না, তাঁরা সবাই কি ভুল ? আর যারা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দুটো পদবীই রাখেন, তাঁরাও কি ভুল করেন ? কে ঠিক আর কে ভুল তা নিয়েই এই ছবির যাত্রাপথ । ঘটনার নিরিখে উঠে আসবে গোটা ব্যাপারটা, এমনটাই দাবি পরিচালক সুদীপ দাসের । কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনিই । এসভিএফ-এর প্রযোজনায় 15 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ।