কলকাতা, 22 অক্টোবর: বিগত দু'টি বছরে জীবনকে আরও অন্যভাবে উপলব্ধি করেছেন সকলেই । সমস্যা, যন্ত্রণা, পিছিয়ে পড়া, একাকীত্ব আসলে কী তা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছেন করোনাকালে । অর্থাভাব, খাদ্যের অনিশ্চয়তা, কর্মহীনতা সমাজের এক শ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলেছিল । এই সময়ে গোদের উপর বিষফোড়া হয়ে দানা বেঁধেছিল আমফান । এই সময়ে এক শ্রেণীর মানুষ যখন ধুঁকছে, তখন অনেক সেলেবই ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজেদের প্রচারের স্ট্র্যাটেজি সাজাতে । আবার অনেকেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন নিঃশব্দে । এমনই বাস্তবচিত্র এবার ফুটে উঠবে স্বল্প দৈর্ঘের গল্প 'মানবিক'-এ (New Short film Manobik)।
দু'জন তারকার জীবনভিত্তিক গল্প 'মানবিক' (Manobik is Coming Soon)। দুই মুখ্য অভিনয় করবেন পৌলমী দাস এবং অনুষ্কা চক্রবর্তী । সাম্প্রতিককালে 'তীরন্দাজ শবর', মহানন্দা '- র দৌলতে দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ পৌলমী । অন্যদিকে 'হীরালাল', '8/12 (বিনয় বাদল দীনেশ)'- এর মতো ছবির হাত ধরে মানুষের মন জয় করেছেন অনুষ্কা । এবার এই দু'জনকেই এই ছোট ছবির দুটি মূল চরিত্রে দেখা যাবে । ছবির পরিচালনায় শ্রীরূপ শেট । সুজিতা সেন পরিবেশিত, নতুন প্রযোজনা সংস্থা সেনসেশনস প্রযোজিত এই ছবি খুব শিগগির দেখা যাবে দেখা যাবে সেনসেশনস- এর ইউটিউব চ্যানেলে (Short Film Manobik )।