পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Short Film Bisarjan: দুর্গা পুজোর আবহেই মুক্তি পেল বিদীপ্তার 'বিসর্জন' - New short film Bisarjan

মহা সপ্তমীতে মুক্তি পেল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম 'বিসর্জন' (Short Film Bisarjan)৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী এবং সৌমিত্র বসু।

Short Film Bisarjan
দুর্গা পুজোর আবহেই মুক্তি পেল বিদীপ্তার 'বিসর্জন'

By

Published : Oct 3, 2022, 9:37 AM IST

কলকাতা, 3 অক্টোবর: টানা 9 দিন যুদ্ধের পর দশম দিনে মহিষাসুরকে পরাস্ত করে দেবী দুর্গা স্বর্গে ফেরান দেবতাদের । এই বিজয় উৎসবের দিনেই হয় মায়ের বিসর্জন । মা চলে যান, কিন্তু যান কোথায়? ফেলে আসা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসি ফুল, আম্রপল্লব আর মায়ের স্মৃতি নিয়েই ফের পরের বছরের জন্য দিন গোনে বাঙালি । দুর্গা পুজোর এই নস্টালজিয়াকেই অন্যভাবে দর্শকদের কাছে ফিরিয়ে আনবে শর্ট ফিল্ম 'বিসর্জন' (Short Film Bisarjan) ৷

অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'বিসর্জন'-এর গল্পের দিকে তাকালে দেখা যায়, মহামারী শেষে দুই বছর পর দেশে ফিরেছে অলিভ । মাকে নিয়ে সে চলেছে মামার বাড়ির পথে (New short film Bisarjan)। পুজোয় মায়ের গ্রাম ঝুলনপুরে আয়োজন করা হয় পারিবারিক দুর্গোৎসবের । মায়ের স্মৃতি জুড়ে ছোটবেলার গ্রাম, দুর্গা পুজো । সেই পুরোনো স্মৃতির সরণীতে হাঁটতে থাকেন মা । আর সঙ্গী তাঁর ছেলে । অলিভ মেঠো গ্রামের রাস্তায়, আলপথে, কাশবনে খুঁজতে থাকে মায়ের ফেলে আসা সময়কে । এসব নিয়েই স্বল্প দৈর্ঘ্যের ছবি 'বিসর্জন' মুক্তি পেল সপ্তমীতে । ছবিটি দেখা যাবে পরিচিত একটি ইউটিউব চ্যানেলে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী এবং সৌমিত্র বসু(Bidipta Chakraborty Short Film Bisarjan)।

আরও পড়ুন:সব সরকারের আমলেই রাজানুগ্রহ পেতে চেয়েছেন কিছু শিল্পী: চন্দন সেন

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের কথায় "আমাদের গোটা জীবনটাই আসলে একটা খোঁজ । কখনও নতুন রাস্তার খোঁজ, আবার কখনও পুরনো রাস্তায় ফিরে যাওয়া । বিসর্জন সেই খুঁজতে থাকার গল্প ।" অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী বলেন, "অনিলাভর সঙ্গে এটা প্রথম ছবি । গল্পটা শুনে খুব ভাল লেগেছিল । শুটিংয়ে ছিল সেই ছোটবেলার গন্ধ । গানকে অসাধারণভাবে ব্যবহার করেছে গ্রেমাইন্ড ফিল্মজ । এবারের পুজোয় বাড়িতে বসেই না হয় দেখুন 'বিসর্জন'। আশা করি আপনাকেও ভাবাবে, ডুব দেওয়াবে স্মৃতির সাগরে ।"

ABOUT THE AUTHOR

...view details