পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Yuganayak Swami Vivekananda : বিলের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প বলবে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ' - New Serial Yuganayak Swami Vivekananda is Coming Soon

ফের একবার স্বামীজির বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার গল্প আসতে চলেছে ছোট পর্দায় ৷ 6 জুন থেকে টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক । অর্থাৎ বেলুড় মঠের 125তম প্রতিষ্ঠা দিবসে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ' (New Serial Yuganayak Swami Vivekananda is Coming Soon)।

New Serial Yuganayak Swami Vivekananda
বিলের স্বামী বিবেকাকন্দ হয়ে ওঠার গল্প বলবে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'

By

Published : Jun 4, 2022, 11:24 AM IST

Updated : Jun 4, 2022, 12:06 PM IST

কলকাতা, 4 জুন : স্বামী বিবেকানন্দের গল্প এর আগেও এসেছে দর্শকের দরবারে ৷ বড় এবং ছোট দুই পর্দাতেই এসেছে তাঁর গল্প । এবার আরও একবার সেই যুগ নায়কের গল্প পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা । বেলুড় মঠের 125তম প্রতিষ্ঠা দিবসে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'। 1863 সালে কলকাতার সিমলায় ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নেয় বিলে । বাপ-মা নাম রাখেন নরেন্দ্রনাথ দত্ত । কেউ তাঁকে ডাকতেন নরেন বলে কেউ বা বিলে ।

এই বিলে বা নরেনের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনি উঠে আসবে ধারাবাহিকে । স্বামী বিবেকানন্দ, আমেরিকার শিকাগোয় যাঁর বক্তৃতা জাগিয়ে দিয়েছিল নতুন এক ধারনাকে । আসল ভারতের সঙ্গে সারা বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছিলেন যিনি ৷ গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান । তাঁর জীবনের প্রায় সব দিকই উঠে আসবে গল্পের পরতে পরতে ।

ধারাবাহিকে বালক বিবেকানন্দের চরিত্রে দেখা যাবে সাফল্য দেবনাথকে । বিলের মা ভুবনেশ্বরী দেবীর চরিত্রে থাকবেন কন্যাকুমারী চন্দ, বিলের বাবা বিশ্বনাথ দত্তর ভূমিকায় তীর্থ মল্লিক । এ ছাড়াও থাকবেন নমিতা চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার-সহ আরও অনেকে । ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে সুশান্ত বসু ।

আরও পড়ুন : গুছিয়ে বলতে না পারাতেই বিতর্ক, ব্যাখ্যা রূপঙ্করের

কাহিনি এবং চিত্রনাট্য লিখছেন রাকেশ ঘোষ । উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের 'স্বামী বিবেকানন্দ অ্যাসেন্ট্রাল হাউজ অ্যান্ড কালচারাল সেন্টার'-এ আয়োজন করা হয় এই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনের । ধারাবাহিকে গানও একটা বড় ভূমিকা পালন করবে । কারণ স্বামীজি গানের মাধ্যমেই মন জয় করে নিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের । এই ধারাবাহিকে সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজিৎ রায় । গান গেয়েছেন অরিত্র দাশগুপ্ত, ইন্দ্রনীল দত্ত এবং অর্ঘ সরকার । 6 জুন থেকে টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক (New Serial Yuganayak Swami Vivekananda is Coming Soon)।

Last Updated : Jun 4, 2022, 12:06 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details