কলকাতা, 22 অগস্ট:বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'শ্যামা' । আর ধারাবাহিক নতুন কোন জুটি সামনে আসছে তা নিয়ে আগ্রহ থেকেই যায় ৷ এই ধারাবাহিকে জুটি বাঁধছেন হানি বাফনা এবং টুম্পা ঘোষ । ছোটপর্দায় দু'জনেই বেশ জনপ্রিয় । এবার এঁদেরকে দেখা যাবে একসঙ্গে । সম্প্রতি মুক্তি পেল চরিত্র দু'টির ফার্স্ট লুক ।
সেপ্টেম্বরের গোড়ার দিকেই সম্প্রচার শুরু হতে পারে 'শ্যামা'র ৷ এমনটাই জানানো হয়েছে চ্যানেলের তরফে । শাশুড়ি বউমার রেষারেষি, নায়ক কিংবা নায়িকার একাধিক বিয়ে, উড়ন্ত সিঁদুর বা উড়ন্ত মালা এসবই এখন বাংলা ধারাবাহিকের ট্রেন্ড ৷ কিন্তু এই জমানতেও পৌরাণিক কাহিনির একটা আলাদা জনপ্রিয়তা রয়েই গিয়েছে ৷ বাড়ির একটু বয়স্ক মানুষদের কাছে তো বটেই অন্যরাও যথেষ্ট ভালোবাসেন এই কাহিনি ৷ কিন্তু এবার একটু অন্যভাবে দেবীকে তুলে আনা হবে ধারাবাহিকে । সহজ, সরল অরিত্রী কীভাবে শ্যামা হয়ে ওঠে সেটাই দেখাবে এই ধারাবাহিক । থাকবে মা তারার মহিমা । মা তারার ভূমিকায় মধুবনী গোস্বামী । আর শ্যামার চরিত্রে দেখা যাবে টুম্পা ঘোষকে ।
ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে একজন প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের ছেলের চরিত্রে । তাঁর চরিত্রের নাম জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন শুচিস্মিতা চৌধুরী ৷ আর বাবার চরিত্রে দেখা যাবে ভরত কলকে । ঠাকুরদার চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী আর ঠাকুমার চরিত্রে অনুরাধা রায় । জয়ের ভাইয়ের চরিত্রে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে ।