কলকাতা, 17 ডিসেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রাঙা বউ'। 'ত্রিনয়নী' ধারাবাহিকের হিট জুটি নিয়েই 'রাঙা বউ' বানাচ্ছেন পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার । এই ধারাবাহিকে মা মরা মেয়ে পাখির চরিত্রে শ্রুতি দাস । সে নিজের মামা-মামীর কাছে থাকে । অবহেলায় দিন কাটে তার । প্রাকৃতিক জিনিস দিয়ে সে কনে সাজায় । আর কনে সাজানোর সময় সে লোকগান গায় । গ্রামে কনে সাজানোয় খ্যাতি আছে পাখির । কিন্তু পাখির কবে সত্যিই বউ সাজা হবে ? সময় দেবে উত্তর ।
'ত্রিনয়নী' ধারাবাহিকে গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটি মনে ধরেছিল দর্শকের (Actors Share Their Thoughts on Ranga Bou )। সেই সময়ে হিট জুটি হয়ে উঠেছিল দৃপ্ত এবং নয়ন । দর্শক মনে প্রাণে চেয়েছিল ফিরে আসুক তাদের জুটি । এবার ইচ্ছেপূরণ । 19 ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটার স্লটে আসছে এই ধারাবাহিক ।
এখানে গৌরবের পরিবারের আলতা সিঁদুরের ব্যবসা । তার সাময়িক স্মৃতিভ্রষ্ট হয়েছে । সেই অবস্থাতেই পাখির সঙ্গে তার বিয়ে হতে দেখা যায় । স্মৃতি ফিরলেই সে আর চিনতে পারে না পাখিকে । সুতরাং পাখির জীবনে কী অপেক্ষা করছে তা বলাই বাহুল্য । এর ভিতরেও আর কী কী লুকিয়ে আছে তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।