পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Serial Bangla Medium: নীল-তিয়াসার জুটিতে আসছে 'বাংলা মিডিয়াম' - নীল তিয়াসার জুটিতে আসছে বাংলা মিডিয়াম

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' (New Serial Bangla Medium is Coming Soon)। 12 ডিসেম্বর থেকে প্রতিদিন রাত 8টায় দেখুন 'বাংলা মিডিয়াম'।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 10, 2022, 4:29 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর:বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' (New Serial Bangla Medium)। এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা ৷ এর আগে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের দৌলতে এই জুটিকে ভীষণ ভালোবাসা দিয়েছিলেন দর্শকরা। আবারও তাঁরা দু'টিতে জুটিতে ।

এই ধারাবাহিকের গল্পে রয়েছে সুন্দর একটি বিষয় ৷ একটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতে আসে বাংলা মিডিয়াম স্কুলে লেখাপড়া করা মেয়ে ইন্দিরা । বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছে বলে ইংরেজি মিডিয়াম স্কুলে গিয়ে তাকে প্রতিনিয়ত শুনতে হবে নানা কথা (Bengali Serial Bangla Medium)। সে কি পারবে যুক্তি দিয়ে, কাজ দিয়ে নিজেকে চাকরিতে বহাল রাখতে? জানা যাবে ধারাবাহিকটি শুরু হওয়ার পর । ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে শহরের একটি নামজাদা ইংরেজি মিডিয়াম স্কুল। যে স্কুল আগে ছিল বাংলা মিডিয়াম। এই স্কুল ঘিরেও রয়েছে অনেক গল্প। পরিবারের কর্তার তৈরি করা স্কুল যখন বাড়ির কনিষ্ঠদের হাতে চলে যায় এবং তা সঠিক পথে চলে না তখন কী রকম হয় সেটাই দেখার এই ধারাবাহিকে ।

এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা ৷

আরও পড়ুন:গৌরবের বিবাহ বার্ষিকী ঘিরে দারুণ সমাপতন দেখল বাংলা টেলিভিশন, পড়ুন কী সেটা ?

নীল, তিয়াসা ছাড়াও রয়েছেন রত্না ঘোষাল, পায়েল দত্ত, স্বাগতা মুখোপাধ্যায়, আয়ুশ দাস, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অভ্রজিৎ চক্রবর্তী, সম্পূর্ণা মণ্ডল-সহ আরও অনেকে । ধারাবাহিকের পরিচালনা এবং প্রযোজনায় সুশান্ত দাস । আজও বাংলা মিডিয়ামে লেখাপড়া করা ছেলেমেয়েদের অনেকে খাটো করে দেখে । অনেকে আবার বাংলা মিডিয়ামে লেখাপড়া করে নিজেরাই ভোগেন হীনমন্যতায় । এই ধারাবাহিক তাদের বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম নিয়ে মনের ভিতরে লালন করা প্রচলিত ভুল ধারণাকে ভাঙবে বলে জানান সুশান্ত দাস । 12 ডিসেম্বর থেকে প্রতিদিন রাত 8টায় দেখুন 'বাংলা মিডিয়াম'(New Serial Bangla Medium is Coming Soon)।

ABOUT THE AUTHOR

...view details