মুম্বই, 11 জুন :সম্প্রতি ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ ডানহাতি এই ব্যাটারের ছোটবেলা থেকে নাকি বেশি ঝোঁক ছিল নাচের প্রতিই ৷ পরে হাতে ব্যাট তুলে নেন তুলে নেন ৷ ভাগ্যিস নিয়েছিলেন । কারণ, মিতালি মাঠে নামলেই তাঁর হাতের পুতুল হয়ে বোলাররা যে নাচতে বাধ্য হতেন তা বলাই বাহুল্য় ৷ চার-চারটি বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার ৷
তাঁর লম্বা কেরিয়ারে শুধু যে ভারতকে বহু স্মরনীয় জয় এনে দিয়েছেন তাই নয়, তৈরি করে গিয়েছেন এক উজ্জ্বল ভবিষ্যতের রাস্তাও ৷ রেকর্ডের পর রেকর্ড গড়ে ভারতীয় মহিলা ক্রিকেটের প্রতি দর্শকদের আকর্ষণ তৈরি করেছেন । তাঁর দেখানো পথেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে এসেছেন স্মৃতি মন্ধনা, শেফালি বর্মার মত একাধিক স্টার ৷