পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New poster of Shabaash Mithu: মিতালির অবসরের পরেই সামনে এল 'সাবাশ মিঠু'-র নতুন পোস্টার - Taapsee Pannu New Movie Shabaash Mithu

মিতালি রাজের অবসর গ্রহণের পরেই এবার সামনে এল 'সাবাশ মিঠু' ছবির নতুন পোস্টার ৷ ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে (Taapsee Pannu New Movie Shabaash Mithu) ৷ আগামী 20 জুন মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির ট্রেলার ৷

New poster of Shabaash Mithu
মিতালির অবসরের পর পরই সামনে এল 'সাবাশ মিঠু'-র নতুন পোস্টার

By

Published : Jun 11, 2022, 1:55 PM IST

মুম্বই, 11 জুন :সম্প্রতি ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ ডানহাতি এই ব্যাটারের ছোটবেলা থেকে নাকি বেশি ঝোঁক ছিল নাচের প্রতিই ৷ পরে হাতে ব্যাট তুলে নেন তুলে নেন ৷ ভাগ্যিস নিয়েছিলেন । কারণ, মিতালি মাঠে নামলেই তাঁর হাতের পুতুল হয়ে বোলাররা যে নাচতে বাধ্য হতেন তা বলাই বাহুল্য় ৷ চার-চারটি বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার ৷

তাঁর লম্বা কেরিয়ারে শুধু যে ভারতকে বহু স্মরনীয় জয় এনে দিয়েছেন তাই নয়, তৈরি করে গিয়েছেন এক উজ্জ্বল ভবিষ্যতের রাস্তাও ৷ রেকর্ডের পর রেকর্ড গড়ে ভারতীয় মহিলা ক্রিকেটের প্রতি দর্শকদের আকর্ষণ তৈরি করেছেন । তাঁর দেখানো পথেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে এসেছেন স্মৃতি মন্ধনা, শেফালি বর্মার মত একাধিক স্টার ৷

তাঁর এই বর্ণময় জীবনকেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu New Movie Shabaash Mithu) ৷ এবার ফের ছবির আরেকটি পোস্টার সামনে আনলেন নির্মাতারা ৷ আগামী 20 জুন 'সাবাশ মিঠু'র ট্রেলার মুক্তি পেতে চলেছে ৷ ছবির গল্প লিখেছেন প্রিয়া আভেন ৷

আরও পড়ুন : গান নিয়ে এগোনোর রাস্তাটা এখনও স্বচ্ছ নয় : পণ্ডিত অজয় চক্রবর্তী

23 বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন মিতালি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সব মিলিয়ে মোট 8টি শতরান-সহ 10 হাজারেরও বেশি রান হাঁকিয়েছেন । খেলেছেন দু-দুটি বিশ্বকাপ ফাইনালও । এহেন ভারতীয় কন্যের জীবনের গল্প শুনতে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে সকলকে ৷ কারণ 15 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

ABOUT THE AUTHOR

...view details