পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Music Album : মিউজিক ভিডিয়োতেও এবার সমকামী প্রেম, দেখুন 'ঠিক যেন লাভ স্টোরি ২.০' - মিউজিক ভিডিয়োতেও এবার হাজির সমকামী প্রেমের গল্প হাজির ঠিক যেন লাভ স্টোরি ২.০

সমকামিতা ধীরে ধীরে মান্যতা পেতে শুরু করেছে সমাজে ৷ তৈরি হচ্ছে নানা ছবি, ওয়েব সিরিজ এবার মিউজিক ভিডিয়োতেও উঠে এল এই প্রেমের গল্প ৷ মিউজিক ভিডিয়োটির নাম 'ঠিক যেন লাভ স্টোরি ২.০' (Love Song Thik jeno Love Story 2.0)।

New Music Album
মিউজিক ভিডিয়োতেও এবার হাজির সমকামী প্রেমের গল্প, হাজির 'ঠিক যেন লাভ স্টোরি ২.০'

By

Published : Apr 6, 2022, 6:35 PM IST

Updated : Apr 6, 2022, 9:02 PM IST

কলকাতা, 6 এপ্রিল : প্রেম মানে না বয়স, মানে না উনিশ-কুড়ি- নচিকেতার গানের এই লাইনের সঙ্গে মিলিয়ে নির্দ্বিধায় বলা যায় প্রেম মানে না বয়স মানে না লিঙ্গ । সমকামী প্রেম ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে সমাজে । সমকামিতা নিয়ে ছবিও তৈরি হচ্ছে অহরহ । পরিচালক রামগোপাল বর্মাও বানিয়ে ফেলেছেন সমকামী প্রেমের ছবি 'খতরা ডেঞ্জারাস' । সেটি অবশ্য লেসবিয়ান ক্রাইম ড্রামা । তবে, এবার এই সমকামী প্রেম নিয়ে হাজির মিউজিক ভিডিয়ো 'ঠিক যেন লাভ স্টোরি ২.০' (Love Song Thik jeno Love Story 2.0)।

গানের মধ্যে রয়েছে সুন্দর একটি স্পর্শকাতর গল্প । যেখানে রায়া নামের এক সুন্দরী, কর্পোরেট, স্টাইলিশ, প্রাণোচ্ছল তরুণীর কাছে অচেনা নম্বর থেকে রোজ টেক্সট মেসেজ আসে ফোনে । রায়া রিপ্লাই দেন । এই নিয়ে তাঁর বন্ধুরা তাঁকে ঠাট্টা, পরিহাসও করতে শুরু করে । একদিন দেখা হয় দুজনের । রায়া অপর প্রান্তের মানুষটি মহিলা বলে এতটুকুও চমকে ওঠে না । বরং ভালবাসায় ভরে ওঠে দুজনে । শুরু হয় রোমান্স ।

এবার এই সমকামী প্রেম নিয়ে হাজির মিউজিক ভিডিয়ো 'ঠিক যেন লাভ স্টোরি ২.০'

এই মিউজিক ভিডিয়োতে গানের জন্য কলম ধরেছেন প্রসেন । সঙ্গীত পরিচালনায় রয়েছেন অরিন্দম । মিউজিক ভিডিয়ো এডিটর সৌভানিক কুণ্ডু । সমকামীদের চরিত্রে সাবলীল অভিনয় কর‍তে দেখা গিয়েছে মধুরিমা দত্ত এবং মধুমিতা দাসকে । এই গানের সুর করতে পেরে খুশি অরিন্দম । তিনি বলেন, "এস ভি এফ-এর বিভিন্ন সময়ে এহেন ভিন্ন স্বাদের পদক্ষেপ দেখে আমি অবাক হই । আর এবার এরকম এক গল্পনির্ভর গানের সঙ্গে নিজে যুক্ত থাকতে পেরে আরও বেশি ভাল লাগছে ।"

আরও পড়ুন : আইন ভেঙে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন পর্দার পুষ্পা, দিলেন জরিমানাও

মধুমিতা এবং মধুরিমা দুজনেরই বক্তব্য, "আমরা প্রতিদিন সমকামীদের নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়তে দেখি । তাদের নিয়ে হাসাহাসিও হয় । এসভিএফ-এর এই উদ্যোগ সত্যিই সাড়া জাগানো । মানুষকে নতুন করে অন্যভাবে ভাবতে শেখায় । এই প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, এ এক পরম পাওয়া আমাদের কাছে ।"

এই প্রযোজনা সংস্থা বরাবরই অন্যরকমের গল্প নিয়ে হাজির হয় । এবারও তেমনটাই ঘটল । এই কাজ সকলের ভাল লাগবে বলে আশাবাদী গানের গীতিকার প্রসেন । প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে হানা দিলেই দেখা মিলবে এই মিউজিক ভিডিয়োটির ।

Last Updated : Apr 6, 2022, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details