পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Micro Web Series: হাজির বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ 'থার্টি সিক্স আওয়ার্স'-এর দ্বিতীয় টিজার

মুক্তি পেল বহু প্রতিক্ষিত বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ ‘থার্টি সিক্স আওয়ার্স'-এর দ্বিতীয় টিজার (New Micro Web Series 36 Hours)। এই মাইক্রো ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইয়ং হার্ডথ্রব আরিয়ান ভৌমিক । এছাড়াও রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় , সুকন্যা চট্টোপাধ্যায় এবং বিপ্লব কুমার সিনহা ।

New Micro Web Series
হাজির বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ 'থার্টি সিক্স আওয়ার্স'-এর দ্বিতীয় টিজার

By

Published : Aug 6, 2022, 10:00 AM IST

কলকাতা, 6 অগস্ট: মুক্তি পেল বহু প্রতিক্ষিত বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ ‘থার্টি সিক্স আওয়ার্স'-এর দ্বিতীয় টিজার (New Micro Web Series 36 Hours)। এই মাইক্রো ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইয়ং হার্ডথ্রব আরিয়ান ভৌমিক । এছাড়াও রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় , সুকন্যা চট্টোপাধ্যায় এবং বিপ্লব কুমার সিনহা । অভিনয়ের পাশাপাশি সিরিজটি প্রযোজনাও করেছেন বিপ্লব ।

বছর পঁচিশের অনীশ কর্মসূত্রে কলকাতায় এসে কিডন্যাপ হয়ে যায় । একইসঙ্গে সে পরপর জড়িয়ে পড়তে থাকে বিভিন্ন নাশকতামূলক কাজে । একে একে সে হারায় নিজের প্রিয়জনদেরও । আলাদা হতে থাকে সমাজ থেকে । অনীশের জীবনের টানাপোড়েনের শেষ কোথায়? তা নিয়েই গড়ে উঠেছে এই ক্রাইম থ্রিলার ৷ পুরোটা জানতে হলে দেখে ফেলতে হবে ওয়েব সিরিজটি । গল্পের পরতে পরতে যে রহস্য়-রোমাঞ্চ থাকতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ টানটান উত্তেজনা শেষপর্যন্ত কতখানি থাকে সেটাই দেখার ৷ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ।

এই মাইক্রো ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইয়ং হার্ডথ্রব আরিয়ান ভৌমিক । এছাড়াও রয়েছেন অনিন্দ বন্দ্যোপাধ্যায় , সুকন্যা চট্টোপাধ্যায় এবং বিপ্লব কুমার সিনহা

আরও পড়ুন:নন্দনে 'কুলপি'র জায়গা পাওয়া না পাওয়া ঘিরে ইটিভি ভারতকে অসম্মান প্রযোজকের

‘থার্টি সিক্স আওয়ার্স' আসছে ওটিটি প্ল্যাটফর্ম 'ফানফ্লিক্স'-এ । পরিচালনা করেছেন শঙ্খ । পরিচালক এর আগে ‘দ্য ড্রপ’ এবং 'রিমিনিসেন্স'-এর মতো বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র তৈরি করেছেন, যা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিতও হয়েছে । প্রসঙ্গত, শঙ্খ তাঁর কর্মজীবন শুরু করেন ইউনিসেফের জন্য তৈরি একটি ডকুমেন্টারি প্রকল্পের মাধ্যমে । 2017 সালে ‘24*7’ শিরোনামের তথ্যচিত্রের জন্য ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাশোসিয়েশান’ অ্যাওয়ার্ডও পান ।

ABOUT THE AUTHOR

...view details