পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Kiara in Sidharth Life: সিদ্ধার্থের জীবনে এল নতুন কিয়ারা, ভিডিয়ো ভাইরাল - সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) জীবনে এল নতুন এক কিয়ারা (New Kiara in Sidharth Life)৷ আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশাল মিডিয়ায় ৷

new Kiara in Sidharth Malhotra's life
সিদ্ধার্থের জীবনে এল নতুন কিয়ারা, ভিডিয়ো ভাইরাল

By

Published : Oct 27, 2022, 5:22 PM IST

মুম্বই, 27 অক্টোবর: বলিউডের প্রেমের খবর নিতে কান পাতলেই যে নামগুলি শোনা যায়, তাদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী জুটি (New Kiara in Sidharth Life)৷ মুখে কিছু স্বীকার না-করলেও নানা সময় নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷ তবে এবার এক নয়া কিয়ারাকে (Kiara Advani) খুঁজে পেলেন বলিউডের অভিনেতা ৷

বুধবার তাঁর ছবি 'থ্যাংক গড'-এর স্ক্রিনিং-এ গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ সেখানেই তাঁর দেখা হয় এক ছোট্ট ভক্তের সঙ্গে ৷ তাঁর নামও কিয়ারা ৷ সিদ্ধার্থ-কিয়ারার একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন @sidkiarafp নামে এক ইউজার ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে মুম্বইয়ে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন শেরশাহ স্টার ৷ তখনই ছোট্ট ভক্তটির দেখা হয় সিদ্ধার্থের সঙ্গে ৷ তিনি ভক্তের সঙ্গে ছবিতে পোজও দেন ৷ সেই সময় ওই মেয়েটির মা সিদ্ধার্থকে বলেন, "এ আমার মেয়ে কিয়ারা ৷" জবাবে সিদ্ধার্থ বলেন, "ওহ কিয়ারা, ওকে লাভলি ৷"

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই রসিকতায় মেতেছেন নেট নাগরিকরা ৷ কিয়ারার নাম শুনতেই সিদ্ধার্থ আহ্লাদে আটখানা হয়ে যান বলে মনে হয়েছে অনেকের ৷ একজন লিখেছেন, "ব্লাশিং দেখো সিদ কা ৷"

আরও পড়ুন:সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে কি বড় ইঙ্গিত দিলেন শাহিদ

বলিউডে জোর গুঞ্জন যে, বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন সিদ্ধার্থ ও কিয়ারা ৷ তবে তাঁরা নিজেরা এ ব্যাপারে অফিসিয়ালি এখনও কিছু খোলসা করেননি ৷ তবে সম্প্রতি 'কফি উইথ করণ 7'-এ কিয়ারা স্বীকার করে নেন যে, সিদ তাঁর শুধুই বন্ধু নন ৷ তার থেকেও বেশি কিছু ৷

সিদ্ধার্থের ফিল্ম থ্যাংক গডের পরিচালনা করেছেন ইন্দ্র কুমার ৷ এই ছবিতে রয়েছেন রাকুলপ্রিত সিং ৷ 25 অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি ৷ এখনও পর্যন্ত দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে ৷ দে দে পেয়ার দে, রানওয়ে 34-এর পর থ্যাংক গড হল তৃতীয় ছবি, যেখানে একসঙ্গে সঙ্গে যাবে অজয় দেবগণ ও রাকুলপ্রিত সিং-কে ৷

এ ছাড়াও আপকামিং স্পাই-থ্রিলার মিশন মজনুতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী সেনসেশন রশ্মিকা মন্দানার সঙ্গে ৷ পাশাপাশি 37 বছর বয়সি অভিনেতা রয়েছেন অ্যাকশন থ্রিলার যোধাতেও ৷ এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রাশি খান্না ও দিশা পাটানিকে ৷

ABOUT THE AUTHOR

...view details