মুম্বই, 27 অক্টোবর: বলিউডের প্রেমের খবর নিতে কান পাতলেই যে নামগুলি শোনা যায়, তাদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী জুটি (New Kiara in Sidharth Life)৷ মুখে কিছু স্বীকার না-করলেও নানা সময় নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷ তবে এবার এক নয়া কিয়ারাকে (Kiara Advani) খুঁজে পেলেন বলিউডের অভিনেতা ৷
বুধবার তাঁর ছবি 'থ্যাংক গড'-এর স্ক্রিনিং-এ গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ সেখানেই তাঁর দেখা হয় এক ছোট্ট ভক্তের সঙ্গে ৷ তাঁর নামও কিয়ারা ৷ সিদ্ধার্থ-কিয়ারার একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন @sidkiarafp নামে এক ইউজার ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে মুম্বইয়ে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন শেরশাহ স্টার ৷ তখনই ছোট্ট ভক্তটির দেখা হয় সিদ্ধার্থের সঙ্গে ৷ তিনি ভক্তের সঙ্গে ছবিতে পোজও দেন ৷ সেই সময় ওই মেয়েটির মা সিদ্ধার্থকে বলেন, "এ আমার মেয়ে কিয়ারা ৷" জবাবে সিদ্ধার্থ বলেন, "ওহ কিয়ারা, ওকে লাভলি ৷"
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই রসিকতায় মেতেছেন নেট নাগরিকরা ৷ কিয়ারার নাম শুনতেই সিদ্ধার্থ আহ্লাদে আটখানা হয়ে যান বলে মনে হয়েছে অনেকের ৷ একজন লিখেছেন, "ব্লাশিং দেখো সিদ কা ৷"