কলকাতা, 23 মার্চ: একের পর এক অন্য ঘরানার ছবিতে নিজেকে প্রমাণ করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এবার ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি (Srabanti New Film Sada Ronger Prithibi Shooting)। পরিচালক রাজর্ষি দের ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন নায়িকা । রাজর্ষির এই নতুন ছবির নাম 'সাদা রঙের পৃথিবী' । এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও রয়েছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, ঋতব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে।
ছবিতে শ্রাবন্তীকে দু'টি শেডের চরিত্রে দেখা যাবে । একটি একেবারে সাদামাটা । অন্যটি একটু ভিন্ন স্বাদের । কীরকম? বিষয়টি বুঝতে ছবির প্রেক্ষাপটের দিকে চোখ রাখতে হয় । আধুনিক সমাজের বিধবাদের অবস্থানকে কেন্দ্রে রেখে এগোবে ছবির গল্প । রাজ্যের বিভিন্ন জায়গা যেমন মুর্শিদাবাদ,কাটোয়া, কোচবিহার, মায়াপুর, নবদ্বীপে এখনও বিধবা বিবাহকে ভালো চোখে দেখা হয় না । তাই তাদের জায়গা হয় কাশী কিংবা বৃন্দাবন । আর এদের সামনে রেখে বিভিন্ন বেসরকারি সংস্থা মোটা অঙ্কের টাকার ফান্ড জোগাড় করে । যা বিধবাদের কোনও কাজেই লাগে না । ওই সব মহিলারা নানা সময়ে বিদেশে পাচার হয়ে যান ।
পরিচালক রাজর্ষি দে-র আমেরিকাবাসী দুই বন্ধু এই তথ্য পান । এরপর রাজর্ষি গবেষণা শুরু করেন এবং তারপর সিদ্ধান্ত নেন যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ছবি বানাবেন । ছবির শ্যুটিং শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। গল্পের কেন্দ্রে রয়েছে মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রম । সেটি চালান আভা সেন । এই চরিত্রে রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বামী করুণানন্দের চরিত্রে রয়েছেন অরিন্দম শীল ৷ সংসারত্যাগী হলেও তিনি নারীদের প্রতি আকর্ষিত হন সহজেই ।
New Film Sada Ronger Prithibi: রাজর্ষির ছবিতে সাদা-কালো চরিত্রে শ্রাবন্তী, বারাণসীতে শ্যুটিং শুরু - Srabanti New Film Sada Ronger Prithibi
শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'র শ্য়ুটিং শুরু আজ থেকে (Srabanti New Film Sada Ronger Prithibi Shooting)৷ বারাণসীতে শুরু হচ্ছে ছবির কাজ ৷
আশ্রমের বাসিন্দাদের মধ্যে রয়েছেন দেবলীনা কুমার, স্নেহা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায় । ভবাণী ও শিবাণীর ভূমিকায় শ্রাবন্তী । ভবানী আশ্রমের সঙ্গে নারীপাচারের কাজে যুক্ত । আর শিবাণী চায় দুষ্টচক্রকে হাতেনাতে ধরে বিনাশ করতে । ছবির বড় অংশের শ্যুটিং হবে বারাণসীতে ৷ তাই টিম গতকাল রাতেই পৌঁছে গিয়েছে সেখানে । সেখান থেকেই সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজর্ষি দে ।
আরও পড়ুন:জন্মদিনে প্রাণের ভানুভূষণকে মিস করছেন সুদীপা চট্টোপাধ্যায়