কলকাতা, 8 সেপ্টেম্বর:সৌকর্য ঘোষালের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'পক্ষীরাজের ডিম' ৷ এসে গেল ছবির অফিসিয়াল পোস্টার । এর আগে 'বল্লভপুরের রূপকথা' ছবিতে পরিচালক হিসাবে প্রশংসা কুড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য ৷ যদিও নামে রূপকথা থাকলেও এই ছবিকে সেই অর্থে রূপকথা বলা হবে ঠিক হবে না ৷ হরর কমেডি ঘরানার এই ছবিতে ভয়ের চেয়ে প্রেমের আকর্ষণই বেশি ৷ তবে এবার রূপকথার গল্পে হাজির অনির্বাণ ভট্টাচার্য । যদিও পরিচালক হিসেবে নয় ৷ তিনি এবার হাজির অভিনেতা হিসেবেই । তাঁর সঙ্গে এবারও রয়েছেন শ্যামল চক্রবর্তী । 'বল্লভপুরের রূপকথা'তে যিনি মনোহরের ভূমিকায় নজর কাড়েন ।
'পক্ষীরাজের ডিম' ছবিতে অনির্বাণ ভট্টাচার্য ও শ্যামল চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু । এই ছবির জন্য জিও স্টুডিয়োর সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ ৷ তবে ওটিটিতে নয়, বড়পর্দায় আসতে চলেছে নতুন এই বাংলা ছবি । ঘোতন আর পপিনসকে ফের বড় পর্দায় ফিরিয়ে আনবে এই 'পক্ষীরাজের ডিম' । এর আগে 2018 সালে মুক্তি পায় 'রেনবো জেলি' । সেই ছবিরই দু'টি গুরুত্বপূর্ণ চরিত্র ঘোতন আর পপিনস ৷