পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Marriage Anniversary: অসম বয়সের দাম্পত্যের গল্প বলবে 'ম্যারেজ অ্যানিভার্সারি'

অসম বয়সের দাম্পত্য কীভাবে তৈরি করে দেয় ঘরোয়া হিংসার বাতাবরণ, সেই গল্প নিয়েই আসছে নতুন ছবি 'ম্যারেজ অ্যানিভার্সারি' (Debolina And Sujan New Film Marriage Anniversary)৷ পরিচালক পারমিতা মুন্সীর হাত ধরে ছবিতে জুটি বাঁধছেন দেবলীনা দত্ত এবং সুজন মুখোপাধ্যায় ৷

Etv Bharat
পরিচালক পারমিতা মুন্সীর হাত ধরে ছবিতে জুটি বাঁধছেন দেবলীনা দত্ত এবং সুজন মুখোপাধ্যায়

By

Published : Feb 21, 2023, 10:39 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: অসম বয়সের দাম্পত্য নতুন কোনও ঘটনা নয় । কিংবা এই বিষয় নিয়ে সিনেমা হয়নি তেমনটাও নয় । উত্তম কুমার এবং সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত 'বিকেলে ভোরের ফুল' বাঙালি দর্শক ভুলবে না কখনও । আর এবার ফের একবার অসম বয়সের দাম্পত্য নিয়ে বাংলা ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক পারমিতা মুন্সী । 'শিবানী মুন্সী প্রোডাকশন' নিবেদিত, রতন ঝাওয়ার প্রযোজিত এই ছবির নাম 'ম্যারেজ অ্যানিভার্সারি'(Debolina And Sujan New Film Marriage Anniversary) ৷

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, সুজন মুখোপাধ্যায় এবং শ্রী রতন ঝাওয়ার । সঙ্গে অন্যান্য চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী ঘোষ এবং ডক্টর সুজয় বিশ্বাসকে । ছবির কাহিনিকার ও পরিচালক পারমিতা মুন্সী, ক্যামেরায় জয়দীপ বসু, মুখ্য সহকারী পরিচালক হিসেবে রয়েছেন ধ্রুবজ্যোতি রক্ষিত । ছবির শিল্প নির্দেশনা করছেন সুদীপ ভট্টাচার্য, ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ বসু ।

রতন ঝাওয়ার প্রযোজিত এই ছবির নাম ম্যারেজ অ্যানিভার্সারি

ছবির বিষয়ে বলতে গিয়ে পারমিতা মুন্সী বলেন, "এক অসমবয়স্ক দম্পতির গল্প বলবে আমার এই ছবি । গল্পের কেন্দ্রে দুই চরিত্র অরুণাভ এবং বিপাশা । তাদের মধ্যে বয়সের ফারাকটা বেশ চোখে পড়ার মতো । অনাথ বিপাশাকে বিয়ে করে তার থেকে প্রায় পঁচিশ বছরের বড় অরুণাভ । তাদের সম্পর্ক বাইরে থেকে দেখলে আর পাঁচটা দম্পতির সম্পর্কের থেকে আলাদা কিছু মনে না হলেও ভিতরে লুকিয়ে আছে বেশ অন্যরকম একটা গল্প । তাদের 25তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন তারা, তবে তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা বদলে দিতে পারে সমস্ত সমীকরণ । কি সেই রহস্য? সেই গল্পই বলবে আমার আসন্ন ছবি ম্যারেজ অ্যানিভারসারি" ৷

আরও পড়ুন:রহস্য চুম্বনের পর 'অজানা' ব্যক্তির সঙ্গে পার্টিতে মাতলেন ভূমি

পারমিতা আরও জানান, তাঁর 'ম্যারেজ অ্যানিভার্সারি' ছবিটি ঘরোয়া হিংসার শিকার হওয়া এক নারীর গল্প ৷ সে যখন সহ্য করতে করতে এক চরম সীমায় পৌঁছে যায় তখন ঠিক কী ঘটে সেটাই দেখাবে । এমন অনেক দম্পতিই রয়েছেন যাঁদের বাইরে থেকে দেখে মনে হয় তাঁরা খুবই সুখী । কিন্তু সম্পর্কের অভ্যন্তরে হয়তো রয়েছে এক অন্য গল্প । বিপাশা আর অরুণাভর গল্পটা ঠিক এরকমই জানিয়েছেন পরিচালক । তবে তার পরিণতিটা ঠিক কী হতে পারে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের । এক নতুন ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগির দেখা যেতে চলেছে এই ছবি। তবে তার আগে আন্তর্জাতিক স্তরে ছবিটি নিয়ে অভিযানের জন্যও তৈরি হচ্ছেন নির্মাতারা ৷

ABOUT THE AUTHOR

...view details