পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Khela Jokhon: এসে গেল অরিন্দমের 'খেলা যখন'-এর অফিসিয়াল পোস্টার - Official Poster of new

অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে ফের জুটি বাঁধছেন মিমি-অর্জুন । সম্প্রতি সামনে এসেছে ছবির অফিসিয়াল পোস্টার (Official Poster of new Film Khela Jokhon is out now)।

New Film Khela Jokhon
এসে গেল অরিন্দমের 'খেলা যখন'-এর অফিসিয়াল পোস্টার

By

Published : Nov 14, 2022, 9:34 AM IST

কলকাতা, 14 নভেম্বর:'বাপি বাড়ি যা' এবং 'ক্রিসক্রস'-এর পর ফের জুটি বাঁধছেন মিমি-অর্জুন । অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে এঁদের দু'জনকেই দেখা যাবে নায়ক-নায়িকার ভূমিকায় । এর আগে 'গানের ওপারে' ধারাবাহিকেও জুটি বাঁধেন তাঁরা । কার্যত ঋতুপর্ণর এই ধারাবাহিকের হাত ধরেই অন্য পরিচয় গড়ে ওঠে তাঁদের ৷ সম্প্রতি সামনে এসেছে তাঁদের নতুন ছবি 'খেলা যখন'-এর অফিসিয়াল পোস্টার (New Film Khela Jokhon Official Poster)।

এসভিএফ, ক্যামেলিয়া প্রোডাকশন এবং রাজপ্রতীম ভেঞ্চার্স-এর প্রযোজনায় আসবে ছবিটি । মুক্তি 2 ডিসেম্বর (New Film Khela Jokhon is Coming Soon)। অর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বরুণ চন্দ এবং সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে 'কাছের মানুষ' ছবিতেও অভিনয় করেছেন সুস্মিতা । সুস্মিতার ঝুলিতে রয়েছে আরও কয়েকটি উল্লেখযোগ্য কাজ। সকলেরই ফার্স্ট লুক হাজির হয়েছে ইতিমধ্যেই(New Film Khela Jokhon )।

আরও পড়ুন:শোলে থেকে ইয়ারানা, জন্মদিনে ফিরে দেখা আমজাদ খানের সেরা 5 ছবি

'খেলা যখন' ছবির গল্পের কেন্দ্রে রয়েছে একটি দুর্ঘটনা । এই দুর্ঘটনার শিকার ঊর্মি । সে নিজের আইডেনটিটি খুঁজে বেড়ায় প্রতিদিন, প্রতিনিয়ত । শেষমেশ খুঁজে পাবে কি সে নিজের পরিচয়? জানা যাবে 2 ডিসেম্বর । সাংসদ মিমি ছোট পর্দা, বড় পর্দার পর পা রেখেছেন হিন্দি ওয়েবে প্ল্যাটফর্মেও । সম্ভবত তাঁর সঙ্গে এখানে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । বাকিটা সময় বলবে । তবে আপাতত দর্শকের চোখ মিমি-অর্জুনের জুটির দিকেই । এর আগে সোনাদার অ্যাসিসট্যান্ট হিসাবে পর্দা মাতিয়েছেন অর্জুন ৷ অন্যদিকে 'মিনি' ছবিতে মন মাতিয়েছেন মিমিও ৷

ABOUT THE AUTHOR

...view details