কলকাতা, 26 অক্টোবর: এই সপ্তাহে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'র পাশাপাশি মুক্তি পেয়েছে সপ্তাশ্ব বসু পরিচালিত বাংলা ছবি 'জতুগৃহ'(New Film Jotugriha is out now )। কিন্তু আপাতত মাত্র তিনটি হলে মুক্তি পেল 'জতুগৃহ'(New Film Jotugriha)। ছবিতে ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Jotugriha releases in only 3 halls )। এই ছবি নিয়ে শুরু থেকেই যথেষ্ট উচ্ছ্বাস ছিল নির্মাতাদের মধ্যে ৷ কিন্তু মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় ছবির বক্স অফিস কালেকশনে বেশ ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে ৷
শুধু পরমব্রত নন বনি সেনগুপ্ত, পায়েল সরকার-সহ আরও অনেকে রয়েছেন এই ছবিতে । জানা গিয়েছে বনির হাত ধরেই এই ছবির সঙ্গে আলাপ হবে দর্শকদের । পরিচালক আগেই বলেছিলেন, "বনির চোখ দিয়ে দর্শক পুরো গল্পটা দেখবেন। ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ।" গল্পে বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে বলেও জানা গিয়েছে । আর ট্রেলারে রয়েছে তার প্রমাণও । গল্প আবর্তিত হয়েছে ওই গ্রামকে কেন্দ্রে রেখে ।