কলকাতা, 9 নভেম্বর:নবাগত পরিচালক ঈশান ঘোষ বানিয়েছেন বাংলা ছবি 'ঝিল্লি'(New Film Jhilli )। এবছর 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি । শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ছবিটি । 11 নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি (New Film Jhilli is Coming Soon )। 'ঝিল্লি'তে দর্শক দেখবে মানুষের কষ্ট, সহনশীলতা-সহ মানুষের জীবনের নানা রঙ । কলকাতার মতো বড় শহরের মাঝখানে মানুষ এবং প্রাণীদের জীবনযাপনের চমকপ্রদ এবং অদ্ভুত সব দৃশ্য এই ছবির উপজীব্য (Bengali Film Jhilli)।
বাকিটা চমক হিসেবেই রেখেছেন পরিচালক । ছবিটির প্রযোজক বাংলার বিখ্য়াত পরিচালক গৌতম ঘোষ। ঈশান ঘোষের বাবা । তিনি বলেন, "ছবিটা আমার ছেলে বানাচ্ছে বলে আমি প্রযোজনা করছি না । এই ছবিতে নতুন ভাষা খোঁজার চেষ্টা করেছে ঈশান । তাই আমার এগিয়ে আসা । আর আমার ছেলের এই কাজকে সমর্থন করার জন্য এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এস ভি এফ ( SVF)-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ ।"