পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Jhilli: পরিচালনায় হাতে খড়ি গৌতম-পুত্রের, আসছে 'ঝিল্লি' - Ishan Ghosh New Film

পরিচালক গৌতম ঘোষের পুত্র ঈশানের হাতেখড়ি হল পরিচালনায় । ঈশানের হাত ধরে 11 নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে বাংলা ছবি 'ঝিল্লি'(New Film Jhilli )।

New Film Jhilli
পরিচালনায় হাতে খড়ি গৌতম-পুত্রের, আসছে 'ঝিল্লি'

By

Published : Nov 9, 2022, 1:18 PM IST

কলকাতা, 9 নভেম্বর:নবাগত পরিচালক ঈশান ঘোষ বানিয়েছেন বাংলা ছবি 'ঝিল্লি'(New Film Jhilli )। এবছর 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি । শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ছবিটি । 11 নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি (New Film Jhilli is Coming Soon )। 'ঝিল্লি'তে দর্শক দেখবে মানুষের কষ্ট, সহনশীলতা-সহ মানুষের জীবনের নানা রঙ । কলকাতার মতো বড় শহরের মাঝখানে মানুষ এবং প্রাণীদের জীবনযাপনের চমকপ্রদ এবং অদ্ভুত সব দৃশ্য এই ছবির উপজীব্য (Bengali Film Jhilli)।

ছবিটির প্রযোজক বাংলার বিখ্য়াত পরিচালক গৌতম ঘোষ, অর্থাৎ ঈশান ঘোষের বাবা

বাকিটা চমক হিসেবেই রেখেছেন পরিচালক । ছবিটির প্রযোজক বাংলার বিখ্য়াত পরিচালক গৌতম ঘোষ। ঈশান ঘোষের বাবা । তিনি বলেন, "ছবিটা আমার ছেলে বানাচ্ছে বলে আমি প্রযোজনা করছি না । এই ছবিতে নতুন ভাষা খোঁজার চেষ্টা করেছে ঈশান । তাই আমার এগিয়ে আসা । আর আমার ছেলের এই কাজকে সমর্থন করার জন্য এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এস ভি এফ ( SVF)-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ ।"

নবাগত পরিচালক ঈশান ঘোষ বানিয়েছেন বাংলা ছবি 'ঝিল্লি'।

আরও পড়ুন:প্রথম ওয়েব সিরিজ নিয়ে সুপার এক্সাইটেড বাপি

ওদিকে ঈশান জানান, যখন ছবিটি তিনি শুরু করেছিলেন তখন তাঁর কাছে কোনও শক্ত চিত্রণাট্য ছিল না বা কোনও সেট ডিজাইনার ছিল না । ধাপার বিভিন্ন কোণে শ্যুটিং হয়েছে এই ছবির । ছবিটি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “অনেক শর্ট বা ফিচার ফিল্ম আক্ষরিক অর্থে রক্ত, ঘাম, অশ্রু এবং প্রত্যাশার পাহাড় দিয়ে তৈরি হয় । আমি চিরকাল এসভিএফ-এর কাছে কৃতজ্ঞ থাকব যারা ছবিটি তৈরি করতে এবং এটিকে জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করেছে ।" উল্লেখ্য, ছবিটি 'তোরিনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', ' ম্যামথ লেক ফিল্ম ফেস্টিভ্যাল'-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে

ABOUT THE AUTHOR

...view details