কলকাতা, 21 ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশের পটভূমিতে নির্মিত এক বাংলা সিনেমার সাক্ষী হতে চলেছে বাংলার দর্শক। ছবির নাম 'দাফান'। ছবির পরিচালনায় সুজয় পাল এবং অংশুমান বন্দ্যোপাধ্যায়। এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বাণীব্রত আদক। হাজির হয়েছে চরিত্রদের লুক। ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড তথা 'ছিটমহল'-এর পটভূমিতেই পরিচালক সুজয় পাল ও অংশুমান বন্দ্যোপাধ্যায় বানাবেন 'দাফান'। ছবির শ্যুটিং শুরু হতে চলেছে আগামী 26 ফেব্রুয়ারি (New Film Dafan Will Go to The Floors in February)।
'দাফান'-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমো মাইতিকে।নির্মাতারা জানাচ্ছেন ছবিটি মূলত থ্রিলার ধর্মী ৷ 'ওশানিক মিডিয়া সলিউশন্স অ্যান্ড মোজোটেল এন্টারটেনমেন্টস'-এর প্রযোজনায় তৈরি হবে এই থ্রিলারধর্মী ছবিটি। ভারত বাংলাদেশের পটভূমি নিয়ে এর আগেও তৈরি হয়েছে ছবি ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় নির্মিত 'বিজয়া' এবং বিসর্জন-এর মতো ছবিগুলিতে উঠে এসেছে ওপার বাংলার প্রেক্ষাপট ৷ এই ছবি এখন কতখানি দর্শকদের মন ছুঁতে পারে সেটাই এখন দেখার ৷