কলকাতা, 20 জুলাই:আজ আন্তর্জাতিক দাবা দিবস ৷ আর সেই দিনেই কাজ শুরু হল উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবু-নন্দিতা প্রযোজিত নতুন ছবি 'দাবাড়ু'-র ৷ পরিচালক পথিকৃৎ বসুর হাত ধরে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ সারা বিশ্বকে অনেক গ্রান্ডমাস্টার উপহার দিয়েছে ভারত ৷ তালিকায় রয়েছে দিব্যেন্দু বড়ুয়া, বিশ্বনাথ আনন্দের মতো অনেক নাম ৷ তেমনই এক গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর থেকে অনুপ্রেরিত হয়েই এবার এক দাবাড়ুর কাহিনি উঠে আসতে চলেছে বড়পর্দায় ৷
মাত্র 5 বছর বয়সেই দাবায় হাতেখড়ি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ৷ নিন্ম মধ্যবিত্ত পরিবারের নানা সংকটকে জয় করে মাত্র 19 বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন এই দাবাড়ু ৷ এবার তেমনই এক কাহিনি উঠে আসবে রূপোলি পর্দাতেও ৷ যদিও এটি সূর্যশেখরের বায়োপিক নয় ৷ কিন্তু এখানেও তুলে ধরা হবে 16 বছর বয়সি এক দাবাড়ুর বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করার কাহিনি ৷ ঠিক এভাবে ঊনিশে বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন সূর্যশেখর ৷ আর এই ছবির কাজ শুরু করার জন্য আন্তর্জাতিক দাবা দিবসের থেকে সুন্দর দিন আর কিই বা হতে পারে ৷