কলকাতা, 14 মার্চ: 2020 সালে মুক্তি পায় মৈনাক ভৌমিক পরিচালিত বাংলা ছবি 'চিনি'। আর এবার আসছে 'চিনি 2'। মৈনাক নিজেই বানাচ্ছেন 'চিনি 2'। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার । মৈনাকের 'চিনি' ছবির পরবর্তী অধ্য়ায় দেখার জন্য উৎসাহে ফুটছেন দর্শকরা ৷ প্রথম অধ্যায়ে মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন, প্রেম, ভালোবাসা নিয়ে মতানৈক্য দেখেছেন দর্শকরা (New Film Chini 2 Motion Poster Release)।
টানা 100 দিন প্রেক্ষাগৃহে চলেছিল অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার অভিনীত 'চিনি' ছবিটি । এবার এই ছবিতে কী দেখতে চলেছেন দর্শকরা সেটাই চমক । মা এবং মেয়ের চরিত্রে যথারীতি অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার । থাকবেন সৌম্য মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । এবারের জার্নিতে মিষ্টি আর চিনির কাছ থেকে অনেকটা আলাদা কিছু দর্শক পাবে বলে আশ্বাস দিয়েছে প্রযোজনা সংস্থা । মা এবং মেয়ে দু'জনেরই আলাদা আলাদা ভাবনা চিন্তা তৈরি হয়েছে নিজেদের জীবন নিয়ে ।